আমাদের কথা খুঁজে নিন

   

সামু ব্লগ গোয়েন্দা নজরদারিতে

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !! সামহোয়্যার ইন ব্লগে প্রোপাগান্ডা চালাচ্ছে জামায়াত-শিবিরচক্র। কর্তৃপক্ষের সুযোগ ও প্রশ্রয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে। শুরু থেকে দেশবিরোধী, অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পরিবেশনের কারণে বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়েছে ব্লগ সাইটটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের চলমান আন্দোলনেরও ‘কৌশলে’ বিরোধিতা চলছে বাংলাদেশের সবচেয়ে বড় এই ব্লগসাইটে। সব মত-পথের লোক এ সাইটে লেখালেখি করলেও জামায়াত-শিবিরপন্থি ব্লগারদের তোষণের অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে।

দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়। জানা গেছে, এমন তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় একটি সংস্থার নজরদারিতে রয়েছে ব্লগটি। তারা নিয়মিত ব্লগের প্রতিটি পোস্ট(লেখা) ও মন্তব্য পর্যবেক্ষণ করছেন। আপত্তিকর পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট নিয়ে রাখছেন। ব্লগটিতে দেশদ্রোহী লেখা, যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান, রাজনৈতিক নেতাদের নিয়ে অশ্লীল মন্তব্য এবং যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিভিন্ন প্রচারণামূলক লেখার প্রমাণ রয়েছে সংস্থাটির কাছে।

সূত্র জানায়, সামহোয়্যারের অর্থের উৎসও খুঁজছে গোয়েন্দা সংস্থা। পাশাপাশি সাইটের মডারেটর, কয়েকজন ব্লগারের বিষয়ে তথ্য নিচ্ছে সংস্থাটি। সাইটটি পর্যবেক্ষণকারী গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘‘আমরা সাইটটি মনিটর করছি। একটি গোষ্ঠীর লোকজন বিভিন্ন ইস্যুতে সাইটটির মাধ্যমে বিভ্রান্তি ছাড়াচ্ছে। এর প্রমাণও আমাদের কাছে রয়েছে।

’’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরানো দ্বন্দ্বের জের ধরে মহাজোট ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতিতে খেই হারিয়ে ফেলে জামায়াত-শিবির। সরকারের নানা উদ্যোগের প্রেক্ষিতে রাজপথে তাদের প্রচারণা কমতে থাকলে একপর্যায়ে সংগঠনটি আশ্রয় নেয় অনলাইনের প্রপাগান্ডার। সামহোয়্যার ইন ব্লগে অন্যান্য ব্লগের তুলনায় ভিউয়ার বেশি থাকায় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এ সাইটে তাদের প্রচারণা চালাতে শুরু করে। একের পর এক প্রচারণা চালালেও ব্লগ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা না নেওয়ার কারণে আপত্তিকর পোস্ট ও মন্তব্য প্রকাশ (আপ) হচ্ছে। দিনের পর দিন আপত্তিকর পোস্টগুলো থাকায় ‘কৌশলে’ রাজাকারদের পক্ষে অবস্থান নেওয়ারও অভিযোগও করছেন ব্লগাররা।

জনপ্রিয় ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট অমি রহমান পিয়াল বাংলানিউজকে বলেন, ‘‘সামহোয়্যার ইন ব্লগে মুক্তিযুদ্ধবিরোধী এবং যুদ্ধাপরাধীদের পক্ষে কৌশলে কিছু পোস্ট ও মন্তব্য প্রমোট করা হয়। মুক্তিযুদ্ধবিরোধী এসব পোস্ট এখনও ব্লগটিতে সার্চ দিলে পাওয়া যায়। ’’ তিনি বলেন, ‘‘তারা মাঝেমধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে লোকদেখানো কিছু পোস্ট স্টিকি (প্রথম পেজে স্থির রাখে) করে, যেমন শাহবাগ আন্দোলনের একটি পোস্ট তাদের হোমপেজে রয়েছে- যাতে তারা বুঝাতে পারে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের পোস্ট স্টিকি করছি। কিন্তু এ সাইট নিয়মিত পর্যবেক্ষণ করলে এর বিপরীত চিত্র বেরিয়ে আসবে। ’’ পর্যবেক্ষণে দেখা গেছে, শাহবাগে গণজাগরণ চত্বরের আন্দোলনকে কটাক্ষ করে অনেক পোস্ট রয়েছে ব্লগটিতে।

এ প্রতিবেদন প্রকাশের সময়েও সাইটটিতে শাহবাগ আন্দোলনকে কটাক্ষ করে যেসব পোস্ট ছিলো সেগুলোর মধ্যে রয়েছে- ‘শাহবাগ নিয়ে অস্বস্তিতে সরকার, আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়ার আশংকা’। শুক্রবার মহাসমাবেশে যারা এসেছেন তাদের নিয়ে এ ব্লগটির একটি পোস্ট হচ্ছে-‘তারা কি জুমার নামাজ পড়বে না’, ‘আন্দোলনে না বললাম’ ইত্যাদি। বাংলানিউজের খবরঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.