এখন অন্তর্জালে বাংলা লেখা । দুর্দান্ত!
"ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে সোমবার গভীর রাতে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন ছাত্রী আহত হয়েছেন।
এসময় দুটি গ্রুপের ছাত্রীরা পরস্পরের ওপর হকিস্টিক, লাঠি নিয়ে চড়াও হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ হলের শিক্ষকরা গভীর রাতে হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১২ টার দিকে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমতাজ সমর্থক ছাত্রীরা ১০২ নম্বর কক্ষে গিয়ে ছাত্রীদের কাছে বৈধ ছাত্রত্বের কাগজপত্র দেখতে চায়।
ওখানে স্বর্ণা সমর্থিত ছাত্রীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হকিস্টিক ও লাঠি নিয়ে তারা পরস্পরের ওপর চড়াও হয়। মারপিট সংঘর্ষ চলে অন্তত পৌনে ১ ঘণ্টা।
এসময় অন্তত ছয়জন আহত হয়।
মমতাজ সমর্থকরা স্বর্ণার (২১৩ নম্বর) কক্ষে গিয়ে তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন স্বর্ণা।
তিনি বলেন, মমতাজ সমর্থকরা হঠাৎ করেই তার ও তার ছোটবোনদের কক্ষে গিয়ে তাদের ওপর হকিস্টিক, রড নিয়ে চড়াও হয়। এসময় লিপি নামে একজন আবাসিক শিক্ষকও আহত হন বলে জানান স্বর্ণা।
স্বর্ণার অভিযোগ, আহতদের নিতে আসা এ্যাম্বুলেন্সও হলে ঢুকতে দেয়নি মমতাজ সমর্থকরা। আহত অবস্থায় তিনিসহ তার ৭/৮ জন সমর্থক হলের অফিসকক্ষে বসে রয়েছেন বলে জানালেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সোয়া ১টার দিকে বলেন, মূল ঘটনা কীভাবে কেন হয়েছে তা এখনও জানা যায়নি।
ছাত্রী হলের ভেতরে হকিস্টিকই বা এলো কী করে, সেটাও তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
আহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত না হলেও তিনি বলেন, "দু' একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রয়োজন রয়েছে বলে মনে হচ্ছে। "
এ বিষয়ে কথা বলার জন্য মমতাজকে পাওয়া যায়নি। "
এই মমতাজ , স্বর্নারাই একসময় মহিলা রাজনীতিবিদ হবে। সংসদে যাবে।
যেমন ইডেনের হেলেন জেরিনের মত ক্যাডার ছাত্রদলনেতৃ সংসদে প্রতিনিধিত্ব করে !
এরা কোনদিনও দেশের নারীসমাজের জন্য কিছু করবেনা। অবহেলিত , সমস্যায় জর্জরিত নারীদের জন্য , মায়েদের জন্য , মেয়েদের জন্য এরা কোনদিনও কিছু করতে পারবেনা। পারেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।