আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে ব্যারিস্টার রাজ্জাক বলেছিলেন ,ওয়েট এন্ড সি



উগ্র মৌলবাদী বক্তব্যের কারণে গ্রেফতার হয়েছেন বরুন গান্ধী। তার একটাবিশেষ পরিচয় আছে। তিনি মহামতি ইন্ধিরা গান্ধীর নাতি। সন্জয় গান্ধীর পুত্র। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারতে কোনো হীন সাম্প্রদায়িক , জংগীবাদী , মৌলবাদী উসকানি মেনে নেয়া হবে না।

বরুন গান্ধীর গ্রেফতারের ঘটনা একটি ঐতিহাসিক ঘটনা। কারণ পরিবার তন্ত্রের কাছে যে একটি রাষ্ট্র নত হয়ে যায়নি- এটা তার প্রমাণ। পাশাপাশি আরেকটি ঘটনা বিশ্লেষণ করা যাক। বিডিআর বিদ্রোহের ঘটনায় জামাতের সহকারী সেক্রেটারী জেনারেল ব্যা: আব্দুর রাজ্জাক কে জিগ্গাসাবাদের জন্য ডেকেছে সিআইডি । এই ঘটনা নিয়ে জামাতীরা শুরু করেছে না না লম্পজম্প।

আগাম আবেদন করেছেন ব্যা: রাজ্জাক। তিনি এই মামলায় সিআইডির মুখোমুখি হতে না না রকমের ছলছুতো খুঁজে হজিরা থেকে পরিত্রাণ চাইছেন। এর কারন কি ? এই সেই ব্যা: রাজ্জাক , যিনি গেল কিছুদিন আগে লন্ডন সফর করেছিলেন। সেখানে মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে জামাত কি করে তা ওয়েট এন্ড সি ! এই ওয়েট এন্ড সি এর প্রাকপর্ব পিলখানা হত্যাকান্ড ছিল কি না তাও খুঁজে দেখার বিষয়। সিআইডি রা হয়তো সেটাই খুঁজছেন।

বানিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন , এই মর্মান্তিক ঘটনায় সিআইডি বাংলাদেশের যেকোনো নাগরিক কে জিগ্গাসাবাদ করতেই পারে। দেশের মানুষ চান, পিলখানা হত্যাকান্ডের গডফাদারদের মুখোশ উন্মোচিত হোক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।