আমাদের কথা খুঁজে নিন

   

উচ্ছিষ্ট ভোজনে দাঁড়কাকদের দ্বিমত বিষয়ে স্মারকলিপি

দ্য ওয়ে আই ফিল ইট...

উচ্ছিষ্ট নুনের মতো দুর্লভ হওয়ার দরখাস্ত করেছিলাম একদিন। পরে প্রকাণ্ড এক দেয়ালঘড়ির পাদদেশে হামাগুড়ি দিয়ে, কেঁদে-কেটে হড়হড় হাসির মৃৎপাত্র হয়ে গেছি। চাইলে একমুঠো বাতাসের বিনিময়ে আমাকে কোন নিশ্ছিদ্র ফেব্রুয়ারিতে বেচে দিতে পারো। সেই বেচাকেনার বাজারে তিতকুটে মানুষদের গল্পগুলো খোদাই করতে গিয়েই তুমি কাপড়ে কুঁচি দিতে শিখেছিলে। শিখেছিলে কিভাবে শীতল পত্রিকা পড়ার অবসরে ছুড়ি চালানো যায় অন্ধ ফেরিঅলার তলপেটে।

কবিতার পাকুড়পাতা আর ছুড়ি-মারা পুঁইশাক চিবোতে চিবোতে অতঃপর সেই যে অন্ধ দাঁড়কাকগুলো বেহুঁশ হলো, আজিজের অন্ধকার মজমা ছেড়ে এখন তারা নড়েই না। উল্টো কেউ কেউ গান গায় নীল ট্রাউজার পড়ে। গান গায় আর গোলাপী গন্ধ দেখলে বমি করার অনুমতি চেয়ে হলুদ কাগজে দরখাস্ত করে। বিস্তারিত কিছুই বলার নেই কারণ ওরা সবাই মিলে রজনীগন্ধার চচ্চরি করছে আজ। তারপর, অনেকদিন পর.. প্রায় একাশি দিন.. তিরিশ টাকা দিয়ে খাবার কিনতে গিয়ে একসাথে সত্তরজন দাঁড়কাক পুরোন ঢাকায় হাপিশ হয়ে গেলো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.