লক্ষ্যহীন ব্যাক্তির অন্তহীন পথে ক্লান্তহীন হেঁটে চলা আজ দু'দিন ভাত খাই না ,
শরীরের ঘাঁ'টা বেড়ে চলছে ।
ড্রেনের ধারে বিরিয়ানীর পঁচা ভোটকা গন্ধে দম আসে যায় ।
দেখেছিলাম পেকেট উল্টে ;
না , উচ্ছিষ্ট কিছু রাখে নি ,
দামী বিরিয়ানী বলে কথা !
বিরিয়ানী খেয়েও দুঃখে জীবন চলছে তাদের ।
আজ দু'দিন ভাত খাই না ,
শরীরের ঘাঁ'টা বেড়ে চলছে ।
এ পলিথিনের ঘরে শীতেরা বিদ্রুপের অট্ট হাসি হাসে ,
কাল বিকেলে এক ভদ্রলোক মোটা সোয়টার গায়ে চেপে ,
তারও নাকি শীত লাগে ।
হবে হয়তো ;
ভদ্রলোকদের অনেক শীত ,
আমরা ভদ্র না ;
শীতের বোধ আমাদের মাঝে নেই ।
আজ দু'দিন ভাত খাই না ,
শরীরের ঘাঁ'টা বেড়ে চলছে ।
গত পরশু দারোগাবাবু এসেছিলো ;
আমাদের তুলে দিতে ;
রাস্তা নোংরা হয় ;
'এ গবিরগোর যাওনের জাগা কই'
ধরা কন্ঠে বলে খসরুর বউ ;
গরিবদের শোষণের চেয়ে আনন্দদায়ক কিছু নেই ;
সেটা সবাই জানে ।
আজ দু'দিন ভাত খাই না ,
শরীরের ঘা'টা বেড়ে চলছে ।
গত শীতে দাদা ছিলো আমার ঘরে ।
ঘর !! এটাকে কি ঘর বলে ?
আমার একটা ঘর ছিলো ;
গত বন্যার আগে !
দুইটা ফেরেশতার মত বাচ্চা
আর আমার সুন্দরী বউ ।
কালো রাত্রে বানের ভাসিয়ে নিয়ে গেলো আমার 'ফেরেশতা'দের ,
সে শোকে পরী আমার ছেড়ে চলে গেলো একা ফেলে ।
এ শহরে বিশাল অট্টলিকাতে
বিশাল মানুষ থাকে না ;
তারা ভদ্রলোক ।
আজ দু'দিন হলো ভাত খাই না ,
শরীরের ঘাঁ'টা বেড়ে চলছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।