মানুষের ভালোবাসাই তো মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি,সফল হওয়ার পেছনে। " "রাজাকার" শব্দটি সবার প্রথমে হুমায়ূন আহমেদ স্যার পরিচিত করেন আমাদেরকে। এই শব্দটিকে আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি। সন্ধিবিচ্ছেদ করে এবং সমাসের মাধ্যমে।
সন্ধিবিচ্ছেদ করলে হয় "রাজা + আকার = রাজাকার" ( স্বরসন্ধি )
সমাসে হয়, যার আকার রাজার মতো = রাজাকার ( বহুব্রীহি সমাস )
সুতরাং শব্দটিকে আমারা যেভাবেই বিশ্লেষণ করি না কেনো এই শব্দার্থ আমরা বুঝে নিবো যে রাজাকার বলতে যার পোশাক, কথাবার্তা আকার সবকিছুই রাজার মতো......।
কিন্তু এইসব যুদ্ধাপরাধীদের এতো বড় সম্মান দিতে মন সায় দেয় না। তাঁরা অপরাধি, কুলাঙ্গার, পিশাচ। কার প্রত্যয় যোগে তাদের বলৎকার, পিচতকার বলাটাই মনে হয় শ্রেয় হবে।
দেশে আন্দোলন চলছে। খুলনা শহরে কেন্দ্রীয় আন্দোলন চলছে শিববাড়িতে।
এছাড়াও বিচ্ছিন্নভাবে অঞ্চলভিত্তিক প্রতিবাদও চলছে। সবগুলোতেই অংশ নিয়েছি। ভালোই লাগছে।
কিন্তু আমার আশংকা মনে হয় সত্যি হতে চলেছে। আমার কেনো জানি মনে হচ্ছে এই আন্দোলনের নিয়ন্ত্রণ রাজনীতিক ছত্রে চলে যাচ্ছে।
সবকথার শেষ কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এদেশের তরুণ সমাজ, এই আমার দৃঢ় বিশ্বাস। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।