গত সোমবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ইমামদের জন্য ভাতা বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। এরপর থেকেই ছড়িয়ে পড়ে নানান আলোচনা ও সমালোচনা।
কিন্তু কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না পশ্চিমবঙ্গের ইমামরা। মমতার একরোখা অবস্থানে খবরে এমনটাই জানা গেছে।
এদিকে গত মঙ্গলবার রাজ্যের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম জানান, মমতা মুখ্যমন্ত্রী যতদিন আছেন, ততদিন এই রাজ্যের ইমামরা সরকারের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।