আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ফোনের মিথ্যাচার



গত কাল আমার মোবাইল ফোনে জিপি থেকে একটা এস এম এস আসে, যাতে লেখা ছিল, যে তাদের কল রেট ৪৯ পয়সা করা হচ্ছে। যা এফ এন এফ এবং বেলা ১২-৪ (দুপুর) এবং রাত ১২-সকাল ৮ পর্যন্ত কার্যকর। এই অফার টি ২২শে মার্চ থেকে কার্যকর হবে। গত কালের প্রায় সব দৈনিক পেপারে এই খবরটি ছিল যে, জিপি তাদের কলরেট কমাচ্ছে। কিনতু খুবই দুঃখজনক যে, তারা মিথ্যা বলছে।

আমি যে সিম ইউজ করি তাতে, এফ এন এফ নাম্বারে ২৫ পয়সা মিনিট এবং রাত ১২- সকাল ৭ পর্যন্ত ২৫ পয়সা মিনিট। যা গত ৬ মাস ধরে ইউজ করছি। নতুন কলরেট অনুযায়ী এখন আমাকে ৪৯ পয়সা মিনিটে কথা বলতে হবে। এটা কি কলরেট কমল না বাড়ল ? কিন্তু তারা তাদের কলরেট বাড়াচ্ছে। সেটা বলছে না।

এতে কি তাদের মিথ্যাচার বুঝা যাচ্ছে না ? সরকারী মতে । কোনো ফোন কোম্পানীর কলরেট টানা দুই মাস যদি এক থাকে তাইলে সেটা আর পরির্বতন করা যাবে না এবং কলরেট ২৫ পয়সার নিচে নেয়া যাবে না। গ্রামীন ফোন কি এই নীতি মানছে ? ফোন গ্রাহকদের নিয়ে এহেন কাজ করার মানে টা কি ? আমারা যারা জিপি ইউজ করি তাদের এখন কর্তব্য কি ? সবাই কে ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.