Let the wind blow out the candles
উবুন্টুতে উইন্ডোজ এর NTFS ফরম্যাটের হার্ড ড্রাইভ গুলো সাধারনত: সয়ংক্রিয়ভাবে মাউন্ট হয়না। মানে উবুন্টু চালু হবার পর অটোমেটিকভাবে মাউন্ট হয় না, নিজে থেকে বারবার রিবুটের পর মাউন্ট করতে হয়।
ব্যাপারটা খানিকটা বিরক্তিকর। যেমন ধরুন, Rhythmbox Music Player এর লাইব্রেরীতে কিছু গান আছে, যেগুলো আপনার উইন্ডোজের NTFS ফরম্যাটের কোন হার্ডড্রাইভে আছে। উবুন্টু চালু হবার পর ঐ ড্রাইভটা মাউন্ট করা না থাকলে আপনি গানটি চালাতে গিয়ে এরর ম্যাসেজ পাবেন।
ntfs-config নামের এপ্লিকেশনটি দিয়ে এইসব সমস্যা দূর করা যায়। এই এপ্লিকেশন দিয়ে আপনি যে সব হার্ড-ড্রাইভ অটো-মাউন্ট করতে চান, সেগুলো সিলেক্ট করে রাইট পারমিশন এনাবল করে দিলেই হবে।
এপ্লিকেশনটি ইনস্টল করার জন্য টার্মিনালে নিচের কোড লিখুন। আপনাকে ইউজার - পাসওয়ার্ড দিতে হতে পারে।
sudo apt-get update
sudo apt-get ntfs-config
ব্যাস! ইন্টারনেট থেকে ডাউনলোড করে সফ্টওয়ার সেটাপ হয়ে যাবে।
চালু করার জন্য টার্মিনালে নিচের মত লিখুন:
sudo ntfs-config
এবার নিজের মত করে কনফিগার করে নিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।