পরে
জীবন চলার পথে চাই একজন ভাল বন্দু চাই, হোক সে ছেলে আর মেয়
আব্দুর রাজ্জাক (কুয়েত)
জীবন চলার পথে চাই একজন ভাল বন্দু হোক সে ছেলে আর মেয়ে বলে কোন কথা নাই, মানুষ কখনো একা থাকতে পারেনা যে কোন কাজে আমরা একজন আরেক জনের সহযোগিতা কামনা করি! বন্দু খারাপ, ভাল ,মন্দ, বন্দু ভিবিন্ন রকম হতে পারে, কারন একেক জনের চিন্তা চেতনা একেক রকম, যারা ভাল মনের অধিকারী সমাজের সর্বক্ষেএে তাদের বিচরন, যারা খারাপ তারা কখনো অন্যের ভালো কখনো ভাল চোখে দেখেনা কথায় বলেনা খারাপ তো খারাপ তারা নিজে পারেনা কিছু করতে অলস আড্ডা, আর কার কি আছে কে কি করে এসব নিয়েই ব্যাতিব্যাস্ত এসব মানুষের কাছ থেকে ভাল কিছু আসা করা যায়না, এসব মানুষের নিজেকে যতটা দুরত্ব্য রাখবেন নিজের জন্যেই মঙ্গল হবে, মন্দ তো খারাপওনা ভালওনা দুটোর মাঝখানে অবস্তান এই বিষয় বলার কিছু নেই,
সকলের জন্য দোয়া আদর ভালবাসা রহিল ভাল থাকবেন সকল মেমবার ভাই বোনেরা ভাল থাকবেন, লেখা ভাল হলে ভাল কমেন্ট আর মন্দ সেটা বলতে হবে,
Mail :-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।