আমাদের কথা খুঁজে নিন

   

একটা সুনির্দিষ্ট প্রস্তাব

ভূমিকা না দিয়ে কিছু কথা ডায়রেক্ট বলতে চাই। কুখ্যাত সন্ত্রাসী কিলার সোহেল রানা গ্রেফতার হয়েছে এটা একটা সুসংবাদ। ওর যেন প্রকৃত বিচার হয় এর জন্য সবাইকে সজাগ থাকতে হবে। ক্ষমতাশালীরা যেন ওর বিচারকে প্রভাবিত করতে না পারে এই দিকে সকলের খেয়ার রাখা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের এই বিষয়ে তীক্ষè নজর রাখার সুযোগ রয়েছে।

বিচারকদের কাছে অনুরোধ অন্তত একবার সকল প্রকার নীতিহীনতার ঊর্ধ্বে উঠে শপথ অনুযায়ী অপরাধীর বিচার করুন। দেশবাসী আপনাদের মনে রাখবে। একটা সুনির্দিষ্ট প্রস্তাব কুখ্যাত সোহেল রানার অপরাধের ফসল রানা প্লাজা ধ্বসে পড়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নির্মম কলঙ্কজনক হত্যাকা- সংগঠিত হয়েছে এই কথা সবার জানা। ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের জন্য কোন দান-খয়রাত-অনুদান নয় তাঁদের প্রাপ্যই তাঁদের দিতে হবে। এই বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই।

রানা প্লাজার ভবনের স্থানেই একটি সু-উচ্চ মার্কেট তৈরি করা হোক এবং এর কক্ষগুলো নিহত এবং আহত কর্মীদের (যারা পঙ্গু হয়ে কর্মহীন হয়ে পড়বে তাদের) পরিবারের সদস্যদের দেওয়া হোক। মার্কেট করার জন্য টাকা পাবো কোথায়? তিনটি খাত থেকে টাকা উঠাতে হবে। খাত ০১: সোহেল রানার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভবনের এক-তৃতীয়াংশ টাকা আদায় করতে হবে। কারণ সোহেল রানাই এ অপরাধের জন্য সবচেয়ে বেশি দায়ী। খাত ০২: বিজিএমইএ নামের রক্তচোষা প্রতিষ্ঠান এক-তৃতীয়াংশ অর্থ প্রদান করবে।

এই প্রতিষ্ঠানের অতি-মুনাফালোভী-শ্রমিকবিদ্বেষী আচরণ এ অপরাধের সমান অংশীদার। খাত ০৩। অবশিষ্ট এক তৃতীয়াংশ অর্থ রাষ্ট্রের কোষাগার থেকে দিতে হবে। রাষ্ট্র, সরকার, জনগন আমরা সকলেই অপরাধী এর বিরুদ্ধে পূর্বে থেকেই কোন প্রতিবাদ-আন্দোলন না করার দায়ে। আপনি যদি এই প্রস্তাবের সাথে একমত হন তবে এর পক্ষে জনমত তৈরি করুন।

  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.