আমাদের কথা খুঁজে নিন

   

লাবণ্য প্রভা'র, "মানুষ হত্যাকারীদের প্রতি যে ঘৃণার শেষ নেই" এবং কিছু ভাবনা।



লাবণ্য প্রভা'র, "মানুষ হত্যাকারীদের প্রতি যে ঘৃণার শেষ নেই" পড়ে আমার কিছু ভাবনা শেয়ার করছি। আসাধারন লেগেছে! আমারা কিছু ভাবনা শেয়ার করি: ---পুরো ঘটনাটাই পরিকল্পিত কি না? ---যদি পরিকল্পিত না হয় তাহলে শুধুমাত্র কিছু চাহিদা এবং ক্ষোভের প্রকাশ এতটা নির্মম ভাবে কারও পক্ষে করা সম্ভব এটা বিশ্বাস করা কঠিন। ---আর যদি পরিকল্পিত হ্য় তাহলে কে, কেন এবং কার স্বার্থে এমন নৃশংস-জঘন্য হত্ব্যাকান্ড ঘটাল? ---হত্যা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী'কেই কেন বেঁছে নেয়া হল? ---কেন সেনাবাহিনী'কে হত্যা করার জন্য বি.ডি.আর'কেই ব্যবহার করা হল? ---সেনাবাহিনী'র এই মাথাদের হত্যা করলে কারা লাভবান হতে পারে? ---কেন সেনাবাহিনী'র মাথাদের"কেই টার্গেট করা হল? ---নবনির্বাচিত আওয়ামিলিগ সরকারের ভাবমুর্তি নষ্ট করার উদ্দেশ্যেই কি এই হত্যাকান্ড? ---যদি তাই হয় তাহলে এতে লাভ হবে কার? ---রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করার জন্য যদি এই হত্যাকান্ড ঘটান হয়ে থাকে তাহলে ২/২৪ তারিখেই এই হত্যাযগ্গ চালান যেত কেননা সেদিন প্রধানমন্ত্রী পিলখানায় কুচকাওয়াজ পর্যবেক্ষন করেন। অথচ সেদিন কোন দুর্ঘটনা ঘটলনা। ঘটল পরেরদিন।

এর অর্থ প্রধানমন্ত্রী'কে হত্যা করার কোন পরিকল্পনা তাদের ছিল না। তাহলে তাদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? ---সারাদেশ এবং দেশে'র বাইরে থেকে সেনাবাহিনীর মাথা'রা যখন একত্রিত হল তখনই চলল এ বর্বরচিত হত্যাযগ্গ। এ থেকে'কি মনে হয়না যে তৃতীয় কোন পক্ষ সেনাবাহিনী'র উপর তাদের রাগ ঝারল? ---এই তৃতীয় পক্ষ কে বা কারা? ---তাহলেকি উদ্দেশ্য ছিল এই যে সেনাবাহিনী'র উপর এই নৃশংস হত্যাযগ্গ চালিয়ে সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা এবং এটা বুঝিয়ে দেয়া যে তারা চাইলে সেনাবাহিনী'কেও ধ্বংস করতে পারে। ---এটাই'কি উদ্দেশ্য হতে পারে যে সরকার এবং দেশবাসির চোখ এই হত্যাযগ্গের দিকে সরিয়ে রেখে অন্যকেউ গোপনে কোন বড় উদ্দেশ্য হাশিল করতে চাচ্ছে? ---নাকি সরকার'কে এবং দেশ'কে সামরিক শক্তিতে দুর্বল করার উদ্দেশ্যেই ঘটান হয়েছে এই পরিকল্পিত হত্যাকান্ড? ---কে বা কারা চায় বাংলাদেশ সামরিক শক্তিতে দুর্বল হউক? বাংলাদেশ'কি যথেষ্ট শান্তিপ্রিয় একটি দেশ নয়? তাহলে বাংলাদেশের সামরিক দুই প্রধান শক্তি'র মধ্যে এই যুদ্ধ বাঁধিয়ে প্রকারন্তরে লাভবান হচ্ছে কে? এরকম অনেক প্রশ্নই মাথায় আসছে আজ-কাল। তবে একটা জিনিস নিয়ে সবারই বোধহয় মনে প্রশ্ন আছে।

সেটা হচ্ছে, এই ভয়াবহ পরিস্থিতি সরকার যেভাবে মোকাবেলা করেছে সেটাই সঠিক পন্থা ছিল কি না। আসুন শেয়ার করি আমরা কে কি ভাবছি। কি হতে পারত সঠিক পদক্ষেপ এবং কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।