আমাদের কথা খুঁজে নিন

   

নজরুল সংগীত ও লাবণ্য



গতকাল উদযাপিত হল নজরুলজয়ন্তী। বছরের এ দিনটি আমার বিশেষভাবে মনে থাকে। তাই বলে আবার আমাকে নজরুল বোদ্ধা ভাববেন না। আসলে এ দিনটি আমাকে মনে করিয়ে দেয় লাবণ্যর কথা। হ্যা, লাবণ্য।

আমার শৈশব ও কৈশোর যার সাথে বেড়ে উঠা। মফস্বলের একটি শহরে আমরা স্কুল যাওয়া থেকে শুরু করে গল্প করা টিভি দেখা সবই একসাথে করতাম। খুব ছোট থেকেই ও খুব ভালো গান গাইত। ক্লাশ ফোর থেকে আমরা শুরু করলাম নজরুল সংগীত শেখা। দুজনের গলাই ভালো ছিল কিন্তু আমার সুর ছিল অত ভালো ছিল না।

ওর গলায় যেন মধু ঝরত। তাই বরাবরই সে ছিল আমার ঈর্ষার পাত্র। এলাকার অনুষ্ঠানে ওর ডাক পড়ত প্রায়ই। একবার এক প্রতিযোগিতায় অংশ নিলাম। ও প্রথম হলো কিন্তু আমি অনেক আগেই বাদ পড়লাম।

আমার কষ্টে ও জুড়ে দিল কান্না। সে কী কান্না তার। আমিও কিছু না বুঝেই কেদে উঠলাম। সবাই অবাক। সেই স্মৃতি আজও আমার হৃদয়ে অম্লান।

এসএসসি পরীক্ষার পড় আমি ঢাকায় চলে আসি পরিবার সহ। তারপর আর দেখা হয়নি আমাদের। লাবণ্য ,তুই যেখানেই থাক ভালো থাক জানি না আমাকে মনে আছে কিনা কিন্তু আমি আজও তোকে ভুলিনি, ভুলতে পারিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।