হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে খুব ভয় হয় আজকাল-
হ্যাঁ, তোমাকে হারানোর শন্কায় ত্রস্ত আমি;
তবু অলৌকিকতায় অন্ধ বিশ্বাস রেখে আঁকড়ে ধরতে চাই তোমায়...
অথচ তুমিও কেমন বদলে গেলে পরিপার্শ্বের ছোঁয়ায়!
বলো, কেন নিজেকে এভাবে সরিয়ে নিচ্ছো?
তোমাকে না পাওয়ার কষ্ট এখনি দিচ্ছো কেন?
মনে করিয়ে দিতে চাও-
ফোনের ওপাশের তুমি আসলেই বহুদূরে?
নাকি বোঝাতে চাও-
পাশে বসা তোমাতে-আমাতে যোজন-যোজন ব্যবধান?
পরাজয়ের বিদীর্ণতা মেনে নেয়া না হয় অদৃষ্টে লেখা থাক্;
অন্ততঃ লড়তে তো দেবে নিয়তির সাথে!
তাতেও ভ্রুক্ষেপ নেই তোমার;
নিজেকে শক্ত করে নিচ্ছো? নাও....
তবে বলো শুধু- কার জন্য?
কেড়ে নাও আমার প্রতিটি প্রেরণা;
বলে যেও- কাকে দেবে বলে?
মন ছুয়েঁ গেছো এতো কাল-
তবু মন-কে বোঝোনি;
মেনে নিলাম,
এ আমার মনের-ই অপরাধ!
ভালোবাসা-ই যে অপরাধ!
***কবিতাটি ১লা নভেম্বর, ২০০৮, দুপুর ২:১৫:৪২ -এ প্রথম আলো ব্লগে লিখেছিলাম। সামহোয়্যার আমার প্রথম ব্লগিং প্লাটফর্ম এবং অবশ্যই আমার কবিতার আর্কাইভ। তাই এই কবিতাটিকেও সামহোয়্যার-এ আর্কাইভ-বন্দী করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।