একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
(হারমনিকা)
জানাতে যত যাই কথায়, হারায় ততই মানে
ভালবাসি তোমায়, তাই জানাই গানে।
(গিটার)
জানাতে যত যাই কথায়, হারায় ততই মানে
ভালবাসি তোমায়, তাই জানাই গানে।
(গিটার)
কেন এমন যে মনে হয়, কথা শুধুই কথা আর নয়। ।
(হারমনিকা)
যেন উজার করে চায় দিতে আজ যা কিছু প্রানে
ভালবাসি তোমায়, তাই জানাই গানে।
জানাতে যত যাই কথায়, হারায় ততই মানে
ভালবাসি তোমায়, তাই জানাই গানে। ।
(গিটার ও হারমনিকা)
কিছুতেই হয়না বলা আর, শত কথায়ও যা বলার
(হারমনিকা)
কিছুতেই হয়না বলা আর, শত কথায়ও যা বলার
বুঝি জানাতে চাই সব যারে মোর আপনি সে জানে,
ভালবাসি তোমায়, তাই জানাই গানে।
জানাতে যত যাই কথায়, হারায় ততই মানে
ভালবাসি তোমায়, তাই জানাই গানে। ।
(হারমনিকা ও গিটার)
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।