বাইজানেরা(বুবুজানেরাও, পরে আবার রাগ কইরবেন) দ্যাখছেন নি? টিবিগুলানের আচরণের পরথম দিন আর অহুনকার পারথক্ক? অরা পরথম দিন কি কর্লো আর অহুন কি কইতাসে?
এমুন টাইট দিসে ডাইকা নিয়া গিয়া। পরথম ছেঁচানিতে কাম না হওয়ায় আবার নাকি কালকেও ডাকছিল। আর্মি মামুরা কয়া দিসে এহুন থাইক্কা যা কইব তাই কইতে অইবো। অহুন আর বিডিআর ঘটনার শিকার মামুগো লাইগা কিংবা তাগো গরীব পরিবারগো লাইগা কারো কুন মাতাব্যাতা নাইক্কা। নিহত আর্মিগো পরিবারের লাইগ্গা তিন কোটি কইরা দাবি করছে কিন্তু বিডিআরগো পরিবারের কি অইবো তা কেউ কিছু কয় না।
আসলে আম্গো বুর্জোয়া মিডিল কেলাস ভাবনাগুলান ব্যাবাকতাই নিজেগো লাইগা। আর্মি অফিসাররা মিডিল কেলাস থাইক্কা আহে অগো অনেক কিছু দরকার পড়ে। কিন্তু বিডিআর মামুরা আহে দরিদ্র পরিবার থাইক্কা, ওই ব্লাডি গরীবগুলানের লাইগ্গা ভববার দরকার আছে নাকি? শালারা দরকার অইলে ভিক্ষা কইরা খাইব, আম্গো কি? বিদ্রোহী হউক আর না হউক অরা বিডিআর হইসে ক্যান শালাগো লাইগ্গা টেনশন কইরা গুম হারামের দরকার কি, তাই না? নিহত অফিসারগো পরিবারের লাইগা তিন কোটি কইরা দেওন অইবো গেরা খায়া পইরা যা ফালাইয়া দিব হেন থাইক্কা খুটাইয়্যা কিছু পাইলে নিহত নির্দোষ বিডিআরগো পরিবাররা খাইবো তাই না?
থার্ড কেলাস বিডিআরের পোলা-মাইয়ারা অত পড়নের দরকার কি? রোমানা-রুবেলের ভাগ্য (প্রথম আলো আজকের নারীমঞ্চ) নিয়া ভাইবা টাইম নষ্ট করনের দরকার কি? কিংবা আদিবাসী জোসেফের পরিবার কি কইরা খাইব তাও ভাবনার দায়িত্ব হের গরীব বাবা-মায়েরই। হেরা ক্যান গরীব অইছিল? ক্যান জোসেফের জন্ম দিসিল? গণিত পরীক্ষা দিয়ে ছুটতে ছুটতে আসা মিনা টেনশন করুক তার বাবাকে নিয়ে যে কিছুক্ষণ পরই সারেন্ডার গ্রাউন্ডে হাজিরা দিব। তার একহাতে প্রশ্নপত্র, প্রবেশ পত্র নিয়া তার বাবাকে সে সামলাউক, বাবা-মেয়ে কাঁদতে কাঁদতে ফিট হয়্যা মরুক তাতে আম্গো কি? আমরা শুনুম বগুড়ায় বিডিআরের বাবাকে গ্রেফতারের খবর, তার ছেলের লুট করা টাকা আর সোনার খবর।
আমরা শুনুম সেনা অফিসারের পরিবারের সানগ্লাস পরা কান্নার রোল, নিখোঁজ গরীব বিডিআরের গরীব বাবা মায়ের গুমরে ওঠা কান্না দেখার টাইম আম্গো থাকনের টাইম আছে?
অরা বিডিআর। অগো কিছু সঙ্গীর পাশবিক আচরণের জন্য হেরাও তো দায়ী। অরা ঘৃণ্য। কেডা কি করল, কে দোষী, কে নির্দোষী তা শোনার টাইম নাই। শালারা সবটিরে মাইরা তক্তা বানান দরকার।
চলেন, ঘেন্না করি শালার ব্লাডি বিডিআরগো, আর তাগো বাবা-মা-পরিবারের লোক-দেখানো মায়াকান্না দেইখ্যা কয়েকটা গালি দেই মুখখান বিকৃত কইরা।
জয়তু শক্তি! জয়তু গণমাধ্যম!! জয়তু মিডিল কেলাস!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।