আমাদের কথা খুঁজে নিন

   

আসেন কাকা এইবার একটা ভোটাভুটি করি ...( প্লিজ, আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন )



প্রশ্ন শুনে হবেনানা কেউ বিচলিত মোটে, কারন এমন প্রশ্ন এখন সবার মুখে, ঠোঁটে। প্রশ্নটা কি কইতে পারেন? দায়খানা কেউ লইতে পারেন? অপবাদের এমন বোঝা সেচ্ছাতে কি বইতে পারেন? প্রশ্নটা কি অপার্থিব? প্রশ্নটা কি ধরনীয়া? না না না না ... সাবজেক্ট তয় ধরনীয়া তবে তা না চরও নিয়া বিল্ডিং না ঘরও নিয়া না আপন না পরও নিয়া না শান্ত না ঝড়ও নিয়া না অকর্মন্য, করনীয়া? তাইলে কি তা? সবুর করেন ধৈর্যখানা ধরো নিয়া... প্রশ্নটা ভাই ভীষন ব্যাপার- প্রশ্নখানা 'বড়' নিয়া। বড় মানে? কে বড়? কে? শেখ বড় না জিয়া বড়? ময়না নাকি টিয়া বড়? তুমি নাকি আমি বড়? প্রেমিক নাকি স্বামী বড়? রাস্তা নাকি গাড়ী বড়? ওড়না নাকি শাড়ী বড়? বাবা নাকি শ্বশুড় বড়? অপরাধ না কসুর বড়? ব্যাট বড় না বলটা বড়? লীগ বড় না দলটা বড় ডর বড় না ভয় বড় তারেক নাকি জয় বড়? ধুরো মিয়া, এসব কোনো কিছুই না ছোট্ট হলেও প্রশ্নখানা বেশ বড় উত্তরটা জলদি জানাও, বউ বড় না তোমার কাছে দেশ বড়? (উল্লেখ্য এই লেখার সাথে দেশের এই দুঃসময়ে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজের স্ত্রী, সন্তান নিয়ে আমেরিকায় সময় কাটানো বিষয়ের কোন যোগসুত্র নেই। কেউ যদি তা পেয়ে থাকেন তবে তা নিতান্তই কাকতালীয় মাত্র)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.