আমাদের কথা খুঁজে নিন

   

জীবন আগুনের

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না .. কবে আমায় মুক্তি দিবে ? কবে সেই আগের আমি, আবার পাগলের মতো পাড়ার ছেলের তরুণ বিকেল, মুড়ির ঠোংগায় সকাল বিকেল আমুদে আড্ডা আর সিঙ্গারায় সস । সেই জীবন থেকে এক লহমায় এই জীবন ,জীবন আগুনের । যে মায়া তোমার চোখের পাতায়, আমায় মানুষ করে, তার নিঃস্পৃহতায় দগ্ধ হই। তোমার সুখে এভারেস্ট জয় করি, তোমার দুখে হরতাল ডাকি, ভাঙ্গি মন্দির, পোড়াই ধর্মালয় । অমানুষ আমি আবার মানুষ তোমার স্পর্শে , স্পর্শ আগুনের ।

তোমার যত্ন, তোমার আত্তি অসুখের প্রতিপত্তি এই বুকে, ভাইরাসের মতো ছড়ায় । শিরা উপশিরায় রোগের মাতম রন্ধ্রে রন্ধ্রে বিষের যাতনা । হাওয়ায় ছড়ানো রাগ , অভিমানে অশান্তির বাতাস। ছড়ায় দাবানলের মতো। কতো আর পোড়া মাটির পিরামিড জমবে বুকে ?? ধুকে ধুকে বেড়ে ওঠা জীবন, আরও ক্ষয় , আরও সয়, সে জীবন , জীবন অপমানের ,জীবন আগুনের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.