সামনের মাসেই দর্শকদের সামনে আসছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। তবে এবারে নায়ক হিসেবে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হবেন তিনি। বিজ্ঞাপনচিত্রটির শুটিং মাস খানেক আগেই শেষ হয়েছে।
ধারণা করা হচ্ছে, বিজ্ঞাপনচিত্রটি প্রচারে আসলে শাকিব আরও এক ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারবেন নিজেকে। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘বিজ্ঞাপনচিত্রে আমাকে একেবারেই ভিন্নমাত্রায় উপস্থাপন করা হয়েছে, যা আমার দর্শকদের কাছেও একেবারে অন্যরকম লাগবে।
’
শাকিবের সঙ্গে বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে আছেন ববি। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ববি একটি ছবিরও শুটিং শুরু করেছেন। ছবিটির নাম ‘ফুল অ্যান্ড ফাইনাল’। পরিচালনা করছেন মালেক আফসারী। এ ছবিতে আরও অভিনয় করছেন অমিত হাসান।
শাকিব খান বর্তমানে ‘ভালোবাসা আজকাল’ ছবির কাজ করছেন। পি এ কাজলের পরিচালনায় এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মাহী।
জানা গেছে, খুব শিগগির মুক্তি পাবে শাকিব খান অভিনীত এফ আই মানিকের পরিচালনায় ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ও বদিউল আলম খোকনের পরিচালনায় একটি ছবি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।