আমাদের কথা খুঁজে নিন

   

জাফর স্যাররে খুন করার হুমকি দিছে ‘হুজি’

আমি অবাক চোখে বিশ্ব দেখি, দৃশ্য সাজাই চোখের তারায়......

দেশের অন্যতম মানবতাবাদী প্রগতিশীল মানুষ আমাদের সবার শ্রদ্ধেয় ড. মুহম্মদ জাফর ইকবাল স্যাররে হত্যার হুমকি দিয়া চিঠি পাঠাইছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)। এই হুমকি পত্র আজকে (রবিবার-১/৩/২০০৯) বিকালে এই চিঠি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ডাকযোগে আইসা পৌঁছাইসে। এই চিঠির ব্যাপারটারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জামিল আহমদ চৌধুরী নিশ্চিত করছেন। তিনি বলছেন, জাফর স্যার এই চিঠির ব্যাপার স্যার লিখিতভাবে কর্তৃপক্ষরে জানাইছেন এবং সিলেট কোতোয়ালি থানায় জিডি করছেন। চিঠিতে হুজিরা স্যাররে হুমকি দিয়া লেখছে, ‘হে সম্মানিত ব্যাক্তি, তুমি এই পর্যন্ত ইসলাম আর মুসলমানদের যে ক্ষতি করেছো তা অবর্ণনীয়।

এই তো জীবনের অবসান। কোন ব্যাক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। যে কোন মূল্যে তোমাকে হত্যা করবো। আগামী আরবী মাসের বেজোড় তারিখে তোমাকে হত্যা করবো। ’ এইসব ধরণের হুমকি এর আগে জাফর স্যার আরো বহুবার পাইসেন।

এইসব নিয়া তার কোন মাথা ব্যাথা নাই তা আমরা জানি। কিন্তু আমাদের মাথা ব্যাথার ব্যাপার হইল এই হারামীরা এমন চিঠি পাঠানোর সাহস এখনও কই পায়? দেশের এই অবস্থায় তারা এখনও সক্রিয়? তাদের কী কেউ দমাতে পারবো না? তারা কী এমন কইরা আমাদের সুশীল সমাজরে হুমকি দিয়া যাইবো? এই স্বাধীন দেশ কে চাইছিলো? আমাদের করার কী কিছুই নাই? দেশটা আসলে কই যাইতাছে??? তথ্যসূত্র : বিডিনিউজ ২৪ ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.