আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী জেলা দলকে ২-১ গোলে হারিয়ে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পয়িন



বাফুফে অনুর্ধ্ব-১৩ ডেভেলপমেন্ট ফুটবল উৎসব-০৯ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে চট্টগ্রাম অঞ্চলের সমাপনী খেলায় চট্টগ্রাম জেলা দল নোয়াখালী জেলা দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিকাল খেলার ১০ মিনিটের মাথায় নোয়াখালী জেলা দলের সুলতান প্রথমে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এর ৪ মিনিটের মাথায় চট্টগ্রাম জেলা দলের রাসেল সমতাসূচক গোল করে। প্রথমার্ধের ১৭ মিনিটে জয়সূচক গোল করে চট্টগ্রাম দলের রানা।

খেলা শেষে অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল উৎসব কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজান উল আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলোয়াড় ও দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগী ফুটবল এশোসিয়েশনের সভাপতি একরামুল করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুল হক, নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ । উল্লেখ্য, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজন নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে গত ২৩ ফেব্র“য়ারি শুরু হয় বাফুফে অনুর্ধ্ব-১৩ ডেভেলপমেন্ট ফুটবল উৎসব-০৯। চট্টগ্রাম অঞ্চলের এই টুর্ণামেন্টে নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলা দল অংশগ্রহণ করে।

সাইফুল্যাহ কামরুল নোয়াখালী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.