সুন্দর সমর
বিডিআর সদর দফতরে হাঙ্গামায় নিহত, নবাবগঞ্জের সুয়্যারেজ খাল দিয়ে ভেসে আসা বাবার লাশের পাশে ক্রন্দনরত কিশোর সন্তানকে দেখে বুকটি হুহু করে উঠল। সাথে সাথেই মেইলটির কথা মনে এলো।
৯/১১এর কয়েকদিন পর বিদেশ থেকে ই-মেইল করেছিলো আমার এক বান্ধব। মেইলটি হারিয়ে ফেলেছি। ইচ্ছা করে নয়।
ওটা সহ আরও কিছু প্রয়োজনীয় জিনিস হারিয়েছে কাপুরুষ এক ভাইরাসের আক্রমণে। তবে মেইলটার ভাষ্য মনে আছে। ওতে বলা হয়েছিলো:
‘পরিবারকে বেশি করে সময় দিন। কেউ জানেন না আগামিকাল কি ঘটবে। আপনি থাকবেন না পরিবার থাকবে সে ব্যাপারে কেউ নিশ্চিত ভাবে কিছু বলতে পারে না।
তাই যখনই সময় পাবেন তা পরিবারের মানুষদের সহ প্রিয় মানুষদের মধ্যে ব্যয় করুন। হঠাৎ অপ্রীতিকর দুর্ঘটনায় কেউ হারিয়ে গেলেও যেন তাদের সময় না দেয়ার বেদনা আপনাকে স্পর্শ না করতে পারে। অর্থাৎ আপনি যে সময় দেন নি সে বেদনা স্পর্শ না করে। আপনার অনুপস্থিতির বেদনা বাজবে তাতো ঠেকাতে পারবেন না। কিন্তু সে বেদনার সাথে যেন অন্য কোনও বেদনা স্পর্শ না করে প্রিয় মুখ, প্রিয় মানুষ প্রিয় পরিবারের প্রিয় সদস্যদের।
যখনই সময় পাবেন পরিবারকে আরও সময় দিন। কাজের অবসরে পরিবারের জন্য সময় করে নিন। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।