একথা বলার অপেক্ষা রাখেনা সবাই মোটা দরে জেনে গেছে আজ ২৫ ফেব্রুয়ারী ঢাকার পিলখানায় বিডিআর গোলাগুলি করেছে। এই সংবাদটি জানার জন্য দেশের বেশিরভাগ মানুষকে ভরসা করতে হয়েছে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কাছে। কিন্তু সেই আশায় চিরকালের মতোই গুড়েবালি। খবর তো জানা গেলই না উল্টা বিভ্রান্ত হওয়া। যাদের আধুনিক সুযোগ সুবিধা আছে তারা কখনোই সরকারী এই দু’টি গণমাধ্যমের ধারে কাছেও ঘেষে না। নানান রকম বেসরকারী টিভি চ্যানেল, রেডিও, মোবাইল ফোনের সংবাদ সার্ভিসের সংবাদের উপরই আস্থা রেখে চলে। বেসরকারী টিভি চ্যানেলে যখন একজন প্রতিমন্ত্রিকে হ্যান্ড মাইকে ঘোষণা করতে দেখা গেছে আলোচনার প্রস্তাব নিয়ে, ঠিক তখন বিটিভিতে বলা হচ্ছিল পিলখানায় বিডিআরের পরিস্থিতি শান্ত হয়ে আসছে।
যে কথাটি আগাম বলতে চাই, ব্যারাকের ভিতরের ঘটনা কোন মতেই পুরোপুরি জানা সম্ভব নয় যদি সঠিক ভাবে উপস্থাপন করা না হয়। অতীতের ইতিহাস আমাদের মনে করে দেয় সরকারী প্রেসনোটের কথা। নিশ্চিত আজও আমরা একটা প্রেসনোটের মুখোমুখি হব কিন্তু আসল খবর জানতে পারব কি? না, বরাবরের মতো প্রেসনোটটি অসত্য মেনে চুপচাপ বসে থাকব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।