আমাদের কথা খুঁজে নিন

   

মহাভারতে মহানবী (সাঃ) সম্পর্কে ভবিষ্যদ্বাণী !-১

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

মহর্ষি কল্কি সম্পর্কে হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্হে ভবিষ্যদ্বাণী করা হইয়াছে, তার মধ্যে নিম্নলিখিত গ্রন্হ সমূহ উল্লেখযোগ্য। মৎস পূরাণ, কর্ম পূরাণ, নরসিংহ পূরাণ, বামন পূরাণ, বিষ্ঞু পূরাণ, দেবী ভগবত, শ্রীমদ্ভাগবত, ভবিষ্য পূরাণ, ব্রক্ষবৈবর্ত পূরাণ, গরদ পূরাণ, কল্কি পূরাণ, জৈন মহাভষ্ম, বৃহদধর্ম পূরাণ, হরিভস্ম, অগ্নি পূরাণ, বিষ্ঞু ধর্মত্র, বায়ু পূরাণ ও মহাভারত ! কল্কি সম্পর্কে যত ধর্ম গ্রন্হে এবং যত বিস্তৃতভাবে ভবিষ্যদ্বাণী করা হইয়াছে, অন্য কোন ঋষি সম্পর্কে এইরূপ ভবিষ্যদ্বাণী করা হয় নাই । এর দ্বারা ঋষি কল্কির মাহাত্ন প্রকাশ পায় । আরো আশ্চর্যের বিষয় যে, হিন্দুধর্মগ্রন্হসমূহে বর্ণিত কল্কির যে সকল লক্ষণ ও গুনাবলী প্রকাশ করা হইয়াছে Old Testament এবং New Testament উভয় বাইবেলের অসংখ্য ক্ষেত্রে অনুরূপ লক্ষণধারী মহাপুরূষের আর্বিভাব সম্পর্কে অবহিত করা হইয়াছে, যাহাতে প্রতিটি মানুষ তাহাকে মান্য করিয়া এবং তাহার অনুসরণ করে চলে । এখানে মহাভারতের বনপর্বে উল্লেখিত ভবিষ্যদ্বানী লিখিত হইল, যা শ্রীরাজকৃষ্ঞ রায় কর্তৃক বাংলা পদ্যে অনুদিত (মুদ্রিত ১২৯৮ বাং) ১৯০ অধ্যায়- কালক্রমে বিষ্ঞুযশা নামেতে ব্রাক্ষণ ।

সম্ভল গ্রামেতে জ্ন্ম লইবে তখন । । মহাবীর্য মহাবুদ্ধি কল্কী তাহার ঘরে জন্মিবেন যথা কালে দেব কার্য তরে (ক) মনন মাত্রেতে তাহার যুদ্ধ প্রয়োজন - যাবতীয় দ্রব্য সব হইবে আয়োজন । । বাহন, কবচ আর আয়ুধ নিকর - বহু যোদ্ধা আসিবেক তাহার গোচর ।

। (খ) ধর্মের বিজয়ী আর হইয়া সম্রাট - প্রসন্ন হইয়া লোকে সহ নিজ ঠাট । । দলিবেন ম্লেচ্ছকুল রাখিতে ব্রাক্ষণ - যুগ পরিবতর্মে ঋষি-রতন । ।

(গ) মার্কন্ডেয় কহিইল, শুন হে রাজন - কল্কি অবতারে এইরূপে নারায়ণ । । চৌরক্ষয় করি শেষে অশ্বমেধ যাগ - আরম্ভিবে ঘনসিং সেই মহাভাগ । । (ঘ) মেদিনী মন্ডল করি ব্রাক্ষণে অর্পণ - বিধাভ-বিহিত করি মর্যাদা স্হাপন ।

। (ঙ) পরে রমণীয় এক কানন ভিতরে - করিবেন প্রবেশ যে হরিষ অন্তরে । । ভূলোকের আধিবাসী যত নরগণ - সেই নিয়মেতে কার্য করিবে তখন । ।

(চ) পুনঃ যে আসিয়া সত্যযুগ দেখা দিবে - অধর্ম ঘুচিবইবে সত্য বাড়িয়া উঠিবে । । ক্রিয়াবান হইবেক যত নরগণ - সকলেতে রহিইবেক প্রফুল্লিত মন । । (ছ) পূর্বে যেই আশ্রমেতে পাষন্ডের দলে - রহিত পুরিয়া সদাপাপ কোলাহণে ।

। সেই সব স্হানে তবে সত্য পরায়ণ - বহুবিধ লোক, রাজা হইবে দর্শন । । (জ) মন্দ সংস্কার যত চিরবদ্ধমূল - প্রজাগণমন হইবে হইবে নির্মূল । ।

(ঝ) সমুদয় ঋতুতেই শস্য যাবতীয় - জনসিবে নাশিবারে দুঃখ পর স্বীয় । । মনুষ্যেরা দানব্রত নিয়ম সাধনে - বড় হইবেক তবে আনন্দিত মনে । (ঞ) জপযজ্ঞে পরায়ণ হইবে বিপ্রগণ - ষটকর্মে রহিইবেক সবাকার মন । ধর্মে অভিলাষী রবে প্রফুল্ল হৃদয় - ক্ষত্রিয়েরা বিক্রমেতে করিবেক জয় ।

। (ট) ধর্ম সহকারে যত নরপতিগণ - করিবেন সুবিচারে পৃথিবী পালন । । এচে বায়ুপ্রোক্ত আর ঋষিগণ হইতে - সম্ভুত পুরাণ যাহা আছে বিধিমতে । ।

তোমার সমীপে তাহা করিনু কীর্তন - অতীত ও অনাগত করিয়া বর্ণন । । পৃথিবীর বর্তমান সভ্যতা যুগের পুর্বে এমন এক যুগ ছিল, যখন পৃথিবী শিক্ষা, দীক্ষা, নৈতিকতা, আধ্যাত্নিকতা সর্বদিক দিয়ে অন্ধকার যুগ বলিয়া চিহ্নিত করিয়াছেন । ঐ যুগ-কে জানা আমাদের জন্য অপরিহার্য । কারণ ঋষি কল্কি আগমণের পূর্বে পৃথিবীতে এই রূপ যুগ হইবে , তৎপর কল্কী আর্বিভূত হইয়া উহার বিনাশ করিবেন ।

তিনি সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানের যুগে আসবেন না বরং তিনি অজ্ঞতা ও অন্ধকার যুগে পৃথিবীতে যুগ পরিবর্তক মহাপূরূষরূপে আসিয়া সভ্যতা ও সত্য জ্ঞানের বিকাশ ঘটাইবেন । অতএব, বর্তমান সভ্যতার যুগে কল্কীর জন্য অপেক্ষা করা ধর্মশাস্ত্র বিরূদ্ধ কাজ । দেখিতে হইবে, পৃথিবীতে এমন কোন যুগ ছিল যা অজ্ঞতা ও অন্ধকারের যুগ এবং সেই যুগে এমন কোন মহাপুরূষ আর্বিভূত হইয়াছেন কিনা, যিনি আসিয়া সত্য ধর্ম প্রতিষ্ঠা করিয়াছেন, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করিয়াছেন , শুধু মাত্র সৎ বাণী ও তাপা দ্বারা নয়, এছাড়াও শক্তি ও যুদ্ধ দ্বারা অন্যায়ের বিনাশ করিয়াছেন, পৃথিবীব্যাপী তাহার ধর্ম ছড়াইয়া পড়ে পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব শক্তি ও মহা বিম্সয়রূপে তাহার রাজত্ব কায়েম হইয়াছে, তিনি একাধারে ঋষি ও সম্রাট । মহাভারতে কত সুন্দর রূপে কল্কীর পরিচয় প্রদত্ত হইয়াছে - ধর্মের বিজয়ী আর হইয়া সম্রাট - প্রসন্ন হইয়া লোকে সহ নিজ ঠাট । ।

দলিবেন ম্লেচ্ছকুল রাখিতে ব্রাক্ষণ - যুগ পরিবতর্মে ঋষি-রতন । । এতিহাসিক পি.কে. হিট্টি তাহার History of the Arabs গ্রন্হে লিখিয়াছেন- "The term Jahiliyah, Usually rendered time of ignorance or barbarism. The Jahiliyah period, as used here, covers the century immediately Preceding the rise of Islam ." (Part I chapter VII Page 87) জাহেলিয়ার অর্থ হইল অজ্ঞতা বা বর্বরতার যুগ । অজ্ঞতা ও র্ববরতার যুগ বলিতে ইসলাম আর্বিভাব হওয়ার পূর্ববর্তী যুগকে বোঝায় । ঐরূপ অজ্ঞতা ও র্ববরতার যুগে হযরত মোহাম্মদ সাহেব মক্কার প্রধান পুরোহিতের গৃহে জ্ন্মগ্রহণ করেন - বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশ তারিখে, যে তারিখ সম্পর্কে সকল ধর্মগ্রন্হই একমত ।

" পৃথিবীতে যত ধর্ম আছে, তাহাদের যত মহাপূরূষ ঋষি, দেবতা আছে এর মধ্যে কারো পুর্ণাঙ্গ ইতিহাস খুজিয়া পাওয়া যাইবে না । কিন্তু হযরত মোহাম্মদ সাহেব সম্পর্কে মুসলিম বিদ্বেষী খ্রীষ্টান ঐতিহাসিক Prof Hitti পর্যন্ত স্বীকার করিতে বাধ্য হইল যে, মহাপূরূষগণের জগতে একমাত্র হযরত মোহাম্মদ এর জন্ম হইল ইতিহাসের আলোকে উজ্জ্বল - The only one of the world Prophets to be born within the full light of history. (History of the Arabs, chapter VIII, Page 111). ধর্মবিজয়ী আর সম্রাট - The koran with the one hand and the sword with the other (Hitti Part I Ch XI Page 143). একহাতে কোরআন আর অন্য হাতে তরবারী । হযরত মোহাম্মদের চরিত্র অংকন করিতে Prof.K.S. Ramakrishna Rao (Govt College for Women. Mysore. Karnataka তাহার Muhammad, The Prophet of Islam. গ্রন্হে (পৃষ্ঠা-১৭) লিখিয়াছেন- The personality of Muhammad. It is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. What a dramatic succession of picture scenes ? There is Muhammad the Prophet. There is Muhammad the General; Muhammad, the king; Muhammad the Warrier; Muhammad the, Businessman; Muhammad the precher, Muhammad, the philosopher. Muhammad,the Stateman; Muhammad, the Orator; Muhammad, the Reformer; Muhammad, the Refuge of orphans; Muhammad, the Protector of slaves; Muhammad, the Enancipator of women; Muhammad, the Judge; Muhammad, the Saint. And in all these magnificent roles in all these departments of human activities he is alike a hero. --মোহাম্মদ সাহেবের ব্যাক্তিত্বের প্রকৃত বর্ণনা করা অত্যন্ত দুরূহ ব্যাপার । আমি তাহার একটা আভাস দিতেছি মাত্র । কত বৈচিত্রময় চরিত্র ? একাধারে মোহাম্মদ সাহেব মহাপুরূষ, নবী, পয়গম্বর ; মোহাম্মদ রাজনীতিজ্ঞ ।

মোহাম্মদ - সৈন্যাধক্ষ্য --- মোহাম্মদ - বাগ্মী মোহাম্মদ - সম্রাট ---- মোহাম্মদ - যুগপ্রর্বতক, সংস্কারক মোহাম্মদ - যোদ্ধা --- মোহাম্মদ -অনাথদের আশ্রয়দাতা মোহাম্মদ -ব্যবসায়ী ---- মোহাম্মদ -ক্রীতদাসদের ক্রাণকর্তা মোহাম্মদ -ধর্মপ্রচারক ---- মোহাম্মদ -নারীদের উদ্ধারকর্তা মোহাম্মদ -দার্শনিক ----- মোহাম্মদ -বিচারক মোহাম্মদ -ঋষি, সিদ্ধপুরূষ । আবার এই সকল মহৎ কার্যে এবং মানবিক ভূমিকার প্রতিটি ক্ষেত্রে তিনি হইলেন অনন্যসাধারণ, অতুলনীয় । --চলবে.......... সূত্রঃ ---বেদ - পুরাণে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সাঃ) - ধর্মাচার্য অধ্যাপক ড. বেদপ্রকাশ উপাধ্যায়, ইসলামী সাহিত্য প্রকাশনালয়, ৪৫, বাংলাবাজার, ঢাকা-১১০০.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।