আমি অতিশয় সাধারন একটা ছেলে । আমি এতটাই সাধারন যে সাধারন বললেও মিথ্যে বলা হবে। আমার জীবনে সব প্রাপ্তির মধ্যে সব সময়ই অপ্রাপ্তি গুলো ভ্রমন করে । আমি মানুষ হিসেবে অনেক তুচ্ছ, ভীতু ও বটে । যাই হোক আমার মত পথ হারা পথিক এর কথা পড়ে আর সময় নষ্ট করে লাভ নেই।
বাসি কবিতা
আমার বাসি কবিতার,
অদৃশ্য কোন লাইনে
আধাঁরে দেখা দাও
নির্মম আলো হয়ে ।।
আমার ছেড়াঁ স্বপ্নে
দেখেছি তোমার ছায়া ,
ছিলনা কোন অনুভূতি
বির্বণ কষ্ট ছাড়া
নীল রঙে এঁকছি তোমায়
সাদা কালো রঙ তুলি দিয়ে ,
আমার মনের বিধস্ত ক্যানভাসেতে
অবুঝ কোন উৎসাহে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।