আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভালোবাসলে এভাবেই বাসি

কে তুমি, তুমি কী, তুমি কে অর্থহীন হয়ে পড়ে তোমার চোখের দিকে তাকালে; হোক সে কালো বা আকাশী আমি ভালোবাসলে এভাবেই বাসি তুমি থাকো বা না থাকো আমাকে মনে রাখো বা না রাখো ক্লান্তিকর ভ্রমণে বা প্রতীক্ষায় সমান উচ্ছ্বাসী আমি ভালোবাসলে এভাবেই বাসি তোমার উপেক্ষা বা উপহাসে সবাই অর্থপূর্ণ হাসে; আমি সরল বিশ্বাসে নাওয়া-খাওয়া বন্ধ করে পুরাদস্তুর সন্যাসী আমি ভালোবাসলে এভাবেই বাসি হিংস্র সিংহের মত জঙ্গল লন্ডভন্ড করে তোমার সামনে এসে নতজানু করজোড়ে ধংস্বস্তূপের মত মুখে বোকা হাসি আমি ভালোবাসলে এভাবেই বাসি জন্মেছি অসম্ভব ভালোবাসার ক্ষমতা নিয়ে অসম্ভব সুন্দর করে অপেক্ষায় গা এলিয়ে জনান্তিকে হয়তো একদিন বলবো, সর্বনাশী আমি ভালোবাসলে এভাবেই বাসি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।