আমাদের কথা খুঁজে নিন

   

ডেঙ্গু বনাম ঘুমের বড়ি

অভিনেত্রী জাকিয়া বারী মমকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। 'মম আত্দহত্যার চেষ্টা করেছেন'- এমন খবরকে কেন্দ্র করে গতকাল দিনভর শোবিজ অঙ্গন এবং ফেসবুকে বইছে আলোচনা-সমালেচনার ঝড়। একপক্ষ বলছে- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আরেকপক্ষ বলছে- ঘুমের বড়ি খেয়ে আত্দহত্যার চেষ্টা করায় মমকে হাসপাতালে ভর্তি করা হয়।

দু'পক্ষের ভিন্ন ভিন্ন তথ্যের কারণে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন সাধরণ দর্শক এবং মম ভক্তরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ করেই খবর ছড়ায়, অভিনেত্রী মম আত্দহত্যার চেষ্টা করেছেন। বেশ কয়েকটি ঘুমের বড়ি খেয়ে তিনি নিজের জীবন নিভিয়ে দেওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরোমেডিসিন বিভাগে ডা. আবদুল কাদের শেখের অধীনে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে জানতে স্কয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে জানা যায়, মাত্রারিক্ত ঘুমের বড়ি খাওয়ায় নিস্তেজ হয়ে পড়েছিলেন মম।

প্রাথমিক চিকিৎসায় পাকস্থলী পরিষ্কার করে বড়ি বের করা হয়েছে।

মম'র আত্দহত্যা চেষ্টার নেপথ্যের কারণ হিসেবে জানা গেছে, স্বামী নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে দাম্পত্য কলহ এবং নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মানসিক চাপে পড়ে আত্দহত্যার পথে পা বাড়ান মম। তবে মম নিজে এবং তার স্বজনরা এ তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি ডেঙ্গুর কারণেই মম হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল মম'র সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, 'এটা আমার বিরুদ্ধে অপপ্রচার।

ষড়যন্ত্রও বলা যেতে পারে। ঈদের আগে থেকেই আমি ডেঙ্গুজ্বরে আক্রান্ত। হঠাৎ করে অনেক দুর্বল হয়ে পড়ি। তাই স্কয়ারে গিয়েছি। কিন্তু ছড়িয়ে পড়ে আমার আত্দহত্যার খবর।

এতে আমি বিব্রত। সবাইকে বলছি, আমি ভালো আছি। স্বামী-সংসার-সন্তান নিয়ে সুখে আছি। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের জন্য রইলো ঘৃণা। '

মম'র স্বামী নির্মাতা এজাজ মুন্না বলেন, 'ডেঙ্গুর কারণেই মম হাসপাতালে।

আসলে ও এখন ক্যারিয়ারে খুব শক্ত অবস্থানে আছে। অনেকেই এটা সহ্য করতে পারছে না। তাই ঈর্ষায় পড়ে মিথ্যা খবর ছড়াচ্ছে। '

নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার সঙ্গে মম'র প্রেমের খবরকে ডাহা মিথ্যা বলে দাবী করেন। তিনি বলেন, 'মানুষের খেয়ে-দেয়ে কোনো কাজ নেই।

শুধু শুধু বানোয়াট খবর ছড়ায়। মম অভিনেত্রী, আমি নির্মতা। এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। আমার নাটকের শুটিংয়েই ছিল ও। ডেঙ্গুর কারণে দুর্বল ছিল।

তাই আমি শুটিং প্যাক-আপ করেছি। পরে ওকে স্কয়ারে নেওয়া হয়। '

এজাজ মুন্না, শিহাব শাহীন এবং মম নিজে ডেঙ্গুর কথা বললেও শোবিজ অঙ্গনের তারকা অভিনয়শিল্পী-নির্মাতা বিষয়টিকে হাস্যকর কারণ হিসেবে মনে করেন। তাদের মতে, ডেঙ্গু হয়ে হাসপাতাল পর্যন্ত পেঁৗছালে একজন মানুষকে ভর্তি থাকতে হয়। চিকিৎসা চলে।

রাতে গেল আর ভোরে ছেড়ে দিল- ডেঙ্গু এত সহজ রোগ নয়।

মম'র আত্দহত্যা চেষ্টার পক্ষেই তাদের সবার মন্তব্য। আর এর নেপথ্যে রয়েছে স্বামী মুন্নার সঙ্গে কলহ এবং শিহাব শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্ক। তারা জোর দাবি করে জানান, মম স্বভাবে একটু বেশিই আবেগপ্রবণ। নিজের আবেগ সামলানো তার পক্ষে কঠিন।

তাই মানসিক চাপ সহ্য করতে না পেরে সে ঘুমের বড়ি খেয়েছে।

তারকা অভিনয়শিল্পী এবং নির্মাতা এসব কথা জোর দিয়ে বললেও কেউ নিজেদের নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে আবার মম'র কাছের বন্ধুস্থানীয়রা ডেঙ্গুর পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, যদি মুন্নার সঙ্গে দাম্পত্য কলহ থাকত এবং শিহাব শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তো তাহলে কখনোই মুন্না-মম-শাহীনের মন্তব্য এক হতো না। তারা একে অন্যের দোষারোপ করত।

মম'র বন্ধুস্থানীয় শিল্পীরাও নিজেদের নাম প্রকাশ করতে চাচ্ছেন না। এমন একটি খবরের সঙ্গে নিজেদের নাম জড়িয়ে ঝামেলাকে অতিথি বানিয়ে কাঁধে চড়াতে রাজি না তারা।

সবমিলিয়ে মমকে কেন্দ্র শোবিজ অঙ্গনে এখন চলছে 'ডেঙ্গু বনাম ঘুমের বড়ি' বিতর্ক। আর এই বিতর্কের ঝড় শোবিজ অঙ্গনের সীমানা ডিঙ্গিয়ে ছড়িয়ে পরেছে ফেসবুক এবং সাধারন মানুষের মধ্যেও। সবাই এখন দ্বিধাগ্রস্থ।

মম গতকাল ভোরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি বিশ্রাম নিচ্ছেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।