শিল্প, সাহিত্য ও চিন্তার ছোটকাগজ ঘুড়ির (সম্পাদক: আসমা বীথি) এটি পঞ্চম সংখ্যা, বের হয়েছে ফেব্রুয়ারি, ২০০৯ এ। এ সংখ্যার মূল মনোযোগ সমালোচনা সাহিত্যের দিকে। আমাদের সাহিত্য সমালোচনার ধরণ ও প্রবণতা অনেকটাই উঠে এসেছে বেশ কয়েকজন প্রথিতযশা লেখকের আলোচনায়। ঘুড়ি প্রতিসংখ্যায় প্রতিবেশী একটি দেশকে বেছে নেয় তাদের সাহিত্যের প্রতিনিধিত্বশীল কয়েকজনকে তুলে আনতে, তাদের সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। ঘুড়ির এবারের দেশ নেপাল।
নেপালের ছোটগল্পের উপর একটি আলোচনা এবং পাঁচজন নেপালী গল্পকারের গল্পও অন্তর্ভুক্ত হয়েছে এ সংখ্যায়।
এটি পাওয়া যাচ্ছে একুশের বইমেলার লিটল ম্যাগ চত্ত্বরে।
ঘুড়ির সম্পূর্ণ সূচী:
প্রসঙ্গ: সমালোচনা
বিপ্লব বালা: ` এ বলে আমায় দেখো ও বলে আমায়
দেখো'-
নাট্য সমালোচনার সেই ট্রাডিশান
জাকির তালুকদার: সমালোচনার রাজনীতি
প্রশান্ত মৃধা: বাংলা উপন্যাসের আলোচনা সমালোচনা
কামরুজ্জামান জাহাঙ্গীর: সমালোচনার রূপ- অরূপ
চঞ্চল আশরাফ: আমাদের কবিতা সমালোচনা ধারা
ফজলুল কবিরী: সমালোচনার খরচাপাতি ও বাংলা গদ্যের
ওম
পুনর্পাঠ
বুদ্ধদেব বসু: কোনো সমালোচকের প্রতি
আবুল ফজল: সমালোচনা
নির্বাচিত পাঠ পর্যালোচনা
মাহমুদুল হকের উপন্যাস `অনুর পাঠশালা'
পাভেল পার্থ
অবাক করা নিরুদ্দেশ
সিকদার আমিনুল হকের `সতত ডানার মানুষ'
সাইদুল ইসলাম
নারী আর মাল্লাদের রূপকথা
ওয়াসি আহমেদের গল্প `মেঘসাঁতার'
সৈকত দে
মেঘসাঁতার: বোবা(?) শবের উজ্জল মুখ
গল্প
আহমেদ মুনির: শিয়াল
প্রবীর পাল: মাছের প্রতিবেশী
প্রতিবেশী গল্প: নেপাল
মাইকেল জেমস হাট: নেপালী ভাষার ছোটগল্প
অনুবাদ: আমিনুল এহসান
বিজয় মাল্লা: কালো চশমা
অনুবাদ: মো. সাইফুর রহমান
শঙ্কর লামিচান: বুদ্ধের অর্ধনিমীলিত চোখ ও অস্তগামী সূর্য
অনুবাদ: মাহমুদ আলম সৈকত
মনু ব্রজকি: ধোবিখোলার ধারে উবু হয়ে বসে চুনোপুঁটি
অনুবাদ: রেজাউল করিম সুমন
পরশু প্রধান: টেবিলের উপর টেলিগ্রাম
অনুবাদ: আহমেদ আশরাফি
কিশোর পাহাড়ি: মৃতজীবী
অনুবাদ: মাহমুদ আলম সৈকত
কবিতা
শুভাশিস সিনহা। মুয়িন পার্ভেজ। সোহেল হাসান গালিব।
সাইদুল ইসলাম। চন্দন চৌধুরী। নায়েম লিটু। ফুয়াদ হাসান। অঞ্জন সরকার জিমি।
আফরোজা সোমা। স্বরূপ সুপান্থ। পিয়াস মজিদ। নওশাদ জামিল। লুবনা চর্যা।
মিঠুন রাকসাম। নির্ঝর নৈঃশব্দ্য। প্রান্ত পলাশ। পরাগ রিছিল। আসমা বীথি
দীর্ঘ কবিতা
পলাশ দত্ত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।