আমাদের কথা খুঁজে নিন

   

লিটল ম্যাগাজিন :বাবুই



লিটল ম্যাগাজিন "বাবুই" (সম্পাদক: মাজুল হাসান) এর দ্বিতীয় সংখ্যা বইমেলায় লিটলম্যাগ প্রাঙ্গণে পাবেন। এই সংখ্যাটিতে অন্তর্ভুক্ত হয়েছে প্রথম দশকের ১০টি ছোটগল্প, পাঁচ তরুণ কবির অণু-পান্ডুলিপি, টানা-গদ্য কবিতার উপর প্রবন্ধ, গুচ্ছ কবিতা, অনুবাদ এবং অন্যান্য। সম্পাদকীয় থেকে: " বাবুই এর প্রথম সংখ্যায় ছাপানো বেশ কিছু গল্প পাঠকদের কাছে প্রশংসিত হয়েছে। সেই ভাল লাগাকে পুঁজি করে নানা বর্ণ প্রতিক্রিয়াশীলতার মধ্যেও বাবুই তাই আবারো উড়াল দেবার সাহস দেখালো। এবারো যথারীতি গল্প প্রধান সংখ্যা। তবে আনন্দের কথা, প্রতিশ্রুতিশীলতার সুঘ্রাণ ছড়িয়ে কয়েকজন নতুন গল্পকারও বাবুই এর চলতি সংখ্যায় ঠাঁই করে নিয়েছেন।" সূচিপত্র প্রথম দশকের গল্প অনন্ত সুজন: ইমান আলীর দহকাল আজহারুন নবী: সারমেয় সমাচার চন্দন চৌধুরী: শেখ জামালের বাগ প্রবীর পাল: অন্ধ জাতি বদরুন নাহার: ইয়া মোদ্দাসির মাজুল হাসান: কৈশরের অপমৃত্যু এবং অন্তরীণ কমপ্লেস্কিটি মোর্শেদ শেখ: গড্ডালিকা প্রবাহ যিশু মোহাম্মদ: যৌনপুতুল শুভাশিস সিনহা: জিন্দামুর্দা সমাচার/জিয়নকাঠি সৈকত এম আরেফিন: বৃত্ত অনু পান্ডুলিপি কাজী নাসির মামুন: কথা সৌধমালা -৭৬ জাহানারা পারভীন: মৃত নদীরা বালিকেই ভাবে জল ফিরোজ এহতেশাম: আমা দ্বারা দুলে ওঠো রাশেদুজ্জামান: মহুয়া ফোটার দিন, আমি কার হয়ে কথা বলি সোহেল হাসান গালিব: দূরত্ব ও আড়ালের স্বর প্রবন্ধ ও গদ্য রাশেদুজ্জামান: টানা গদ্য কবিতা: সতত ডানায় এক জন্মান্ধজনের রসাতল যাত্রা মাজুল হাসান: প্রথম দশকের টানা গদ্যের কবিতা ও জীবন বাবুর মাত্রা চেতনা সোহেল হাসান গালিব: আখ্যানের বালিয়াড়ি:ব্যক্তিগত এক বোঝাপড়া গুচ্ছ কবিতা অপূর্ব সোহাগ, তারিক টুকু, তালাশ তালুকদার, নওশাদ জামিল, পিয়াস মজিদ, মোস্তাফা হামিদী, সুমন সুপান্থ, সামন্ত সাবুল, সরফরাজ স্বয়ম। অনুবাদ চার্লি ফিস এর গল্প "কোরা" অনুবাদ: মোশাররফ হোসেন গাজী লুইজ বেনেতিজ এর কবিতা অনুবাদ: তৌহিদ বাওকুরালী অন্যলেখা মুজিব ইরম: যে জীবন কবিতার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।