আমাদের কথা খুঁজে নিন

   

অস্কার - আমার চেখে সম্ভাব্য বিজয়ী (সেরা কাহিনী ও পরিচালক)

.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

আগের পর্ব পড়তে ক্লিক করুন গত পর্বে মূলত অস্কারের সেরা চলচিত্র নিয়ে লিখেছিলাম। এবার লিখবো গল্প ও পরিচালক নিয়ে। এ কথা অনস্বীকার্য যে কোন ছবির প্রান তার কাহিনী তথা চিত্রনাট্য। দূর্বল চিত্রনাট্যের চলচিত্রতে যতই ভালো সিনেমাটোগ্রাফির ঝলক দেখানো হোক অথবা স্টার পারফর্মারদের রাখা হোক, সফলতা পাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। অস্কারে চিত্রনাট্যের দুটো ভিন্ন ক্যাটাগরী রয়েছে।

এ্যাডাপটেড স্ক্রিনপ্লে এবং অরিজিনাল স্ক্রিনপ্লে। যে সব চিত্রনাট্য প্রকাশিত উপন্যাসের কাহিনীর উপর ভিত্তি করে তৈরী, সেগুলো প্রথম ক্যাটাগরীভুক্ত করা হয় এবং যেগুলো পুরোটাই নুতন তাদের রাখা হয় দ্বিতীয়টিতে। এবারের সেরা পাঁচটা মুভির মাঝে মিল্ক বাদে অন্য চারটাই এ্যাডাপটেড স্ক্রিনপ্লে। বালাইবাহুল্য, এই ক্যাটাগোরীতে সেই চারটা মুভিই ঠাই পেয়েছে সাথে পঞ্চম নমিনেশন হিসেবে যুক্ত হয়েছে দ্যা ডাউট। সবগুলোই খুবই চমৎকার কাহিনী।

তবুও স্লামডগ মিলেনিয়ার-এর জেতার সম্ভাবনা খুব বেশি। এ ছবির মূল উপাদানই প্রধানত কাহিনী। ইতিমধ্যে গোল্ডেন গ্লোব এবং বাফটা জিতে নিয়েছে এই কাহিনী। তবে কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন বা রিডারকে পিছিয়ে রাখারও কোন কারন নেই। যদি এদুটোর কেউ জিতে নেয়, তবে অবাক হবার কিছুই থাকবে না।

আমার মতে সেরা পাঁচের ক্রমটা এরকম: ১. স্লামডগ মিলেনিয়ার ২. রিডার ৩. কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন ৪. ডাউট ৫. ফ্রস্ট/নিক্সন অরিজিনাল স্ক্রিনপ্লের ক্ষেত্রে এবার নমিনেশন পেয়েছে ওয়াল-ই। এই এনিমেটেড মুভিটা এবছর সবার হৃদয় ছুঁয়ে গিয়েছে। যদি ওয়াল-ই এবারের বেস্ট স্ক্রিন প্লে অস্কার জিতেই যায়, তবে সেটা হবে এক ইতিহাস। কারন কোন এনিমেটেড ফিল্মের জন্য সেটাই হবে এই ক্যাটাগোরীর প্রথম অস্কার বিজয়। তবে ওয়াল-ই এর পথ এতটা মসৃন না।

আরেকটি চমৎকার মুভি মিল্ক-ও নমিনেশন পেয়েছে একই ক্যাটাগোরীতে। অন্যদের সুযোগ যে প্রায় নেই, সেটা বলাইবাহুল্য। আমার মতে এবারের অরিজিনাল স্ক্রিনপ্লের জন্য অস্কার পেতে যাচ্ছে - ওয়াল-ই। যে কোন ছবির জন্য আরেকটি এবং অনেকের মতে সর্বাধিক গুরুত্বপূর্ন ভূমিকা হলো পরিচালক। একটা ছবির ধরনই বদলে যায় পরিচালক বদলের সাথে সাথে।

একেক জন পরিচালকের হাতে থাকে যেন একেকটা তুলি। তারা তাদের মনের রঙ্গে রাঙ্গিয়ে তোলেন ছবিগুলোকে। এবারের সেরা পাঁচ চলচিত্রের পাঁচ পরিচালকই নমিনেশন পেয়েছেন বেস্ট ডাইরেক্টর ক্যাটাগোরীতে। তাদের মধ্যে কে এগিয়ে আছে সেটা বলা মুশকিলতো বটেই, ক্ষেত্রবিশেষে বিপজ্জনকও! স্লামডগ মিলেনিয়ারের জন্য ইতিমধ্যে ড্যানি বয়েল জিতে নিয়েছেন গোল্ডেন গ্লোব ও বাফটা। তবে সেটা তার অস্কার জেতার সম্ভাবনাকে বাড়াচ্ছে না কোন অংশে।

অস্কার বরাবরই অন্যরকম রহস্যে মোড়া। স্টিফেন ড্যাল্ড্রি (রিডার) কিম্বা ডেভিড ফ্নিচার (কিউরিয়াস কেইস অব বেঞ্জামিন বাটন) এই দৌড়ে বয়েলের সাথেই রয়েছে। আমার মতে এবারের সেরার তালিকাটা এরকম: ১. ড্যানি বয়েল (স্লামডগ মিলেনিয়ার) ২. ডেভিড ফ্নিচার (কিউরিয়াস কেইস অব বেঞ্জামিন বাটন) ৩. স্টিফেন ড্যাল্ড্রি (রিডার) ৪. রন হাওয়ার্ড (ফ্রস্ট/নিক্সন) ৫. গাস ভ্যান স্যান্ট (মিল্ক) আবার একটা কমার্শিয়াল ব্রেক। ফিরে আসবো শেষ পর্বে সেরা অভিনেতা অভিনেত্রীদের খবর নিয়ে। ২২ ফেব্রুয়ারী ২০০৯ ডাবলিন, আয়ারল্যান্ড।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।