চলার পথে আমি একা....
সাদামাটা ছেলে আমি
সরল মনে পথ চলি
বুঝিনা পৃথিবীর ধরণ-ধারণ
চলি আমি নিজের মতন।
বাঁচার জন্য কাজ করে যাই
কোন মতে বেঁচে সুখি হতে চাই
চারপাশের এই জগৎটাকে
কখনো দেখিনিই ঘাড় ঘুরিয়ে ।
জানি আমি এক সাদামাটা ছেলে
এসব যে নয় আমার জন্যে
হঠাৎ জেগে দেখি এক সকালে
নিজেকে যেন আজ রঙিন লাগে ।
চোখবুলিয়ে দেখি চারপাশ
সবকিছুই যে আজ নতুন আমার ।
মনের মাঝে কোন এক সুখ
চুপিচুপি বলে আমার কানে
স্বাগত জানাই সুখের রাজ্যে
সবসুখ যে আজ তোমার জন্যে ।
হঠাৎ করে নতুন ভাবে
ভাবতে শিখি জীবনটাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।