আমাদের কথা খুঁজে নিন

   

দস্যি অবলা!

জীবনের স্বপ্নগুলোকে কখন ও সাজাব কিনা জানিনা তবে এলোমেলো ভাবনাগুলো খারাপতো লাগেনা।

নারি অবলা ? কে বলে তরে ? নারি সব পারে। অবলা নারীর পরিচয় চাস ? আর সে যদি হয় দস্যি ? দস্যি অবলা? তার পরিচয় চাস? তবে শোন........... সে নারী অগ্নীর মত জলন্ত চন্চলা চির অনন্ত সে সুর্যালোকতে সিক্ত সে ক্ষিপ্ত, কোমল, দিপ্ত। সে নারীর যৌনতা বাণ ছাপাইয়্যা উঠে যেন থৈ থৈ থৈ ভরা নদী সারা বিশ্ব কাপে তার পদতলে স্বগর্বে দাড়িয়ে, নিশান উড়িয়ে ধরনীবক্ষে সে হাটে যদি। সে নারির মনবল যেন ভুমিকম্পবধ ক্ষিপ্রতা শত অশ্ব'র অবলা চিলিক দিয়ে জানায় এ বিশ্বে সে অবিনশ্বর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।