আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দস্যি

আমি জয়গান। নতুন প্রাণের দারোয়ান।

ঘুম ঘুম ঘুম চোখের পাতায় চলছে ক্লান্তি হিসাব আজ মোর ঘুম ভাঙানি দস্যি রাণী বকছে সাধু প্রলাপ শান্ত ঘুমের শান্তিলয়ে বাগান পূর্ণ গোলাপ মিত্র ওহে, দস্যি রাণী আঁকিস কেন আঁকা বাঁকা সব অঁ-চিত্র তোর চিত্রাঙ্কনে দূর দূর শালা, পালিয়ে গেল গোলাপ মিত্র কি কারণে তুই? বলবি আমায় ভাবিয়ে দিলি অতীত পত্র ভালবেসে ছুটে আলেয়ার ধারে গোলাপ মিত্রে গোলাপী সাথে দিনগুলি মোর রবি কিরনীতে হাস্যজ্জল দিন কি রাতে রঙিন ঘুরির সুতোর ভেলায় বসন্ত ভাসে মাটে ঘাটে একদা সবই ভ্রান্তির ছলে চলে গেল সে অমাবশ্যার কোলে ওহে, দস্যি রাণী আকিঁস কেন আঁকা বাঁকা সব অঁ-চিত্র (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.