!!!
বই আর বইপ্রেমীদের দেখে মনটা ভালো হয়ে গেল। আজ থেকে শুরু হলো গভ: বয়েজ স্কুল মাঠে তিন দিনব্যাপী মৌলভীবাজারের একুশের বইমেলা। এছাড়া প্রতিদিন রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কিছুদিন পূর্বে যখন বইমেলা করার বিষয়ে জেলা প্রশাসন বিশেষ সভার আয়োজন করেছিল তখন লোকজনের উৎসাহের অভাব দেখে মনে হয়েছিল মেলা করা সম্ভব হবে কি না? কিন্তু শেষ পর্যন্ত সকল পক্ষের আন্তরিক সহযোগিতায় প্রায় ৫০টি স্টলের সমন্বয়ে বইমেলা চমৎকারভাবে শুরু হয়েছে।
মেলা প্রাঙ্গন সুন্দরভাবে সাজানো হয়েছে। রয়েছে বেশ ক’টি আকর্ষণীয় স্টল। ছিমছাম পরিবেশে বিভিন্ন বয়সের মানুষজন বইমেলাতে এসে প্রচন্ড আগ্রহ নিয়ে বই দেখছেন, বই কিনছেন। আগামীকাল ভিড় আরো বাড়বে। বিশেষত নতুন প্রজন্ম কিছুটা হলেও বইয়ের প্রতি যদি আগ্রহী হয় তবেই এই আয়োজন সার্থক হবে মর্মে সুধীজনের ধারণা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।