প্রীতি ছড়িয়ে দিন বিশ্বময়...
সম্প্রতি শেষ হয়ে গেল ম্যারিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ। চ্যানেল আই প্রায়ই এধরনের আয়োজন করে থাকে। এসব আয়োজনের ফলে অনেক প্রতিভাবান শিল্পী বেরিয়ে আসছে সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো, প্রতিভা অন্বেষণের প্রক্রিয়ায় রয়েছে যথেষ্ট গলদ।
এসব প্রোগ্রামে ভারতীয় চ্যানেলগুলোর অনুকরণ চলে পুরোদমে।
মঞ্চের সেট আপ গেট আপ থেকে শুরু করে শিল্পী-উপস্থাপকদের সাজ-সজ্জা, উপস্থাপনা, বিচারকদের কমেন্ট, প্রতিযোগীর অনুভূতি প্রকাশ সবই ভারতীয় চ্যানেলগুলো থেকে ধার করা। তাতে তেমন কোনো সমস্যা নেই। সমস্যা হলো, ক্ষুদে গানরাজ অনুষ্ঠানে এবারে বাচ্চাদের দিয়ে যেসব গান গাওয়ানো হয়েছে, সেসব গানের অধিকাংশই তাদের বয়সের সাথে অসামঞ্জস্যপূর্ণ ছিল। মাঝে মাঝে শিশুদের কণ্ঠ থেকে কোনো কোনো গান শুনে সচেতন দর্শকরা চরম বিব্রত হয়েছেন। যেমন, একদিন এক মেয়ে শিশুশিল্পীর কণ্ঠে শুনলাম এরকম একটি গান, "নারীর যৌবন জোয়ারের পানির ন্যায়, আজ আছে কাল নেই...."।
তবে, গানটি শুনে দর্শকরা বিব্রত হলেও প্রোগ্রামের উপস্থাপিকা ও বিচারকমণ্ডলী কিন্তু তেমনটি বোধ করলেন না, বরঞ্চ মজাই পেলেন। আরেকদিন আরেক ক্ষুদে শিল্পী গাইল, কাল সারারাত ছিল স্বপ্নের রাত। এভাবে অনুষ্ঠানের প্রতিটি পর্বেই কোমলমতি শিশুদের দিয়ে এমনসব গান গাওয়ানো হয়েছে, যা মোটেই এই বয়সী বাচ্চাদের গাওয়াটা শোভনীয় নয়।
আরেকটি ব্যাপার হলো, এই অনুষ্ঠানের ফলাফল ঘোষণার প্রতিটি পর্বে বড়দের প্রতিযোগিতার আদলে ছোটদেরও প্রচণ্ড মানসিক চাপে রাখা হতো। চাপ সহ্য করতে না পেরে একদিন এক বাচ্চাকে স্টেজেই পড়ে যেতে দেখেছি।
সর্বোপরি, যেসব শিশু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শেষ পর্যায় পর্যন্ত উঠে এসেছিল, এদের অনেকের মাঝেই শিশুসুলভ আচরণ আর দেখা যায় নি। বড়দের অনুকরণ করতে করতে পরবর্তীতে কথাবার্তা ও আচার-আচরণে এরা হয়ে উঠেছিল অদ্ভূত রকমের।
প্রতিভা অন্বেষণের কর্মসূচি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এক্ষেত্রে অন্যদের হুবহু অনুকরণ না করে নিজেদের সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখেই তা করা উচিত। ছোটদের অনুষ্ঠানকে বড়দের অনুষ্ঠানের অনুকরণে সাজালে তা দেখতে অত্যন্ত দৃষ্টিকটূ হবে এটাই স্বাভাবিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।