আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ান ম্যান আর্মী লোকালটকের পরিচয় অবশেষে ফাঁস হয়ে গেলো

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

গতকাল সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গভীর রাতে লোকালটকের সাথে আমার দেখা হলো। তবে সহজেই তার পরিচয় জানাচ্ছি না। একটু রহস্য তো করতেই হবে। তবে "লোকালটক কে?" এনটিভির উপস্থাপিকার এই প্রশ্ন আমার শেখানো না। আমার ধারণাই ছিল না যে লোকালটকের নাম মেইনস্ট্রিম মিডিয়ার কাছেও সুপরিচিত এবং ব্লগারদের মত তারাও রহস্যময় চরিত্র লোকালটকের পরিচয় জানতে উঠেপড়ে লেগেছে।

প্রশ্নটার কথা জেনে আমার ভেতরে রহস্যগল্পের পৃষ্ঠা উল্টানোর থ্রিলিং হতে থাকলো। শৈশবের রহস্যবিদ হিরো কিরিটি রায় ও শার্লক হোমসের মত পরিনত বয়সের প্রিয় নায়ক হয়ে দাড়ালো লোকালটক। অপরবাস্তব-৩ কে লোকালটক নিয়ে গেছেন ভিন্ন হাইটে। উড়িয়ে এনে জুরে দেয়া গল্পের বুনোটে ভার্চুরিয়েলিটির একজন সুচতুর প্রকৌশলী - যার প্রদক্ষিণে পুরো ব্লগব্রিগেড এখন টানটান রহস্যের মায়াজালে আচ্ছন্ন। কে লোকালটক স্বাভাবিকভাবে তা জানার আগ্রহ এখন নগরীর আলোচ্য, মিডিয়ায় আলোড়িত।

লোকালটক নির্ভূতে থেকে শুধুমাত্র মেইল ও চ্যাটিং কে অবলম্বন করে তৈরী করেছেন অপরবাস্তব-৩ এর পান্ডুলিপি। নির্বাচন, লেখদের অনুমতি, বানান, পৃষ্ঠা-নকশা, প্রচ্ছদ-ভাবনা, ছাপাযোগ্য সফটওয়ারে সজ্জিতকরণ - এই সব কাজ করেছেন একাই তার বিখ্যাত ব্রিগেড সিক্সটিনে আ ওয়ান ম্যান আর্মির ফিউশন ফাইভকে নিয়ে। মনে হয় অধৈর্য্য হয়ে পড়েছেন লোকালটকের পরিচয় জানতে! তাহলে শুনুন, রহস্যময় চরিত্র লোকালটক অপরবাস্তব-৩ এ তার সম্পূর্ণ পরিচয় তুলে ধরেছেন। গল্প ও লেখকের নাম বর্ণনাক্রমে, সম্পদকীয়তে ব্যবহৃত শব্দ, সূচীপত্র, পৃষ্ঠা নম্বর এবং ভেতরে ব্যবহৃত নানাবিধ নকশায় একটা পাজল তৈরী করেছেন। তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাবে এই পাজল মেলাতে সক্ষম হলেই।

নইলে কখনই নয়। গত-দুই দিন যাবত আমি বিভিন্নভাবে ট্রাই করলাম। শেষাবধি গতকাল গভীর রাতে তার পরিচয় বেড়িয়ে এসেছে। ভীষণ উত্তেজিত তখন থেকেই। যে পরিচয় বের করতে আমার এত পরিশ্রম করতে হলো, তা এমনি এমনি আপনাদের জানিয়ে দেব? এত সহজে লোকালটকের পরিচয় আমি ফাঁস করতে পারি না।

নিজেরাই চেষ্টা করে দেখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.