© এই খানে প্রকাশিত সকল লেখার এবং অন্যান্য হাবিজাবি সমুহের সর্বসত্ত্ব লেখকের...©
ডিনার টেবিল ছেড়ে নয় জন স্বাদান্ধ বালক উঠে চলে গিয়েছে।
ধোঁয়া ওঠা বালিকাদের শারীরিক ত্রিকোনমিতির উচ্ছিষ্ট ছড়িয়ে রয়েছে বোন প্লেট, টেবিল ক্লথ,
ন্যাপকিন আর ফর্কের কারুকার্যময় জমিন জড়িয়ে।
কিছুক্ষণ আগেই যা ছিলো কমনীয় স্তনবৃন্তের সুষম গোলক
এখন তা পিরামিডাকৃতি ফর্কের দাঁতে বিন্দুচিত্র আঁকছে।
ন্যাপকিনের সমতলে দ্বিমাত্রিক অসম বহুভুজ হয়ে পড়ে রয়েছে চোখের মনি
যেখানে কেবল বেদনা ও আনন্দের ব্যাসার্ধ্য, সাইন ও কোসাইন কোনের সাংকেতিক আলোচনায় ভীতির ট্যানজেন্ট কোনে প্রকাশ পাচ্ছে।
বৃত্তাকার টেবিল ক্লথে উপবৃত্তাকার ও অধিবৃত্তাকার ভাঁজ গুলোর অনুসিদ্ধান্ত অনুসারে চেয়ারের কিউবিক পায়াগুলো পরস্পর ছেদ করেছে অসীম বিন্দুতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।