সকালের আরশিতে ভিড় করে মহাকাল!
দেতো এক হাসিতে! আমি বিম্বিত হই শিশিরে শিশিরে
তারপর ক্ষয়ে ক্ষয়ে যাই, রোদের ঝিল্লিতে।
আমাকে তোলো হাতধরে, প্রার্থনা করেছি বহুবার; ব্হুজনে
আমাকে উদ্ভিদ করো আপন আলয়ে, বারবার, পুনর্বার!
সব চাওয়ারই একটাই হাহাকার, মেলা না মেলার।
আজ বড় বেশি বাঙময় সব অচ্ছুত আর দেতোরা, আর
বড় বেশি অপাঙক্তেয় তাঁরা। পৃথিবীর কোলে বসে
যারা গিলে খায় একের পর এক অ্যাওয়ার্ড, চালায় মোড়োলী
আগাছা ভেবে। আমি আগাছার পেছনে জ্বালাই
প্রেরণার বাতি! এসো! উঠে এসো আজ এমনিতে এমনিতে
সব বাধা হবে অসাড়, তোমার স্ফূলিঙ্গে।
আবার খুলে দাও সকালের আরশি, দেখো! ভিড় করে সেথা
কতো আবাবিল; নতুনপ্রাণে। নব জাগৃতি আর স্মৃতির সোপানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।