আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা দিবস


ভালবাসার উচ্ছলতায় সেজেছে ধরনী আজ প্রিয়তমা ছাড়া যুবকের আজ নেই কোন আর কাজ । পারফিউমের গন্ধ ছড়িয়ে পথ আজ হেটে চলা ভালবাসার মানুষটির সাথে সুন্দর কথা বলা । ভালবাসার এই নবীন মেলায় ছিলেম আমি ও তুমি প্রতীক্ষায় দিন শেষ হতোনা এই কথাটাই জানি । একটুখানি উপহারেই তুমি হতে কতো সুখি হাজার স্বপ্নে বিভোর হতো দুজোড়া মলিন আঁখি । রিক্সা করে ঘুরতে যাওয়া শাহবাগ-টিএসসি খোঁপায় তোমার গুঁজে দিতাম গোলাপ একরাশি । লাজুক তুমি লজ্জাবতী হাটতে নীচু করে মাথা মামা-চাচারা ফেলবে দেখে, ভয়ে বলতে না কোন কথা । উইমপি যেতাম দুপুর দিকে বলতে মনের কথা চোখেচোখ রাখার সময়গুলো নীরবতায় গাঁথা । ছবির মাঝে মুর্হূত সব ধরে রাখার তরে রিকোয়েস্ট করতে হতো পাশের কাউকে ধরে । বিকেল হলেই মুখ ভার করে রাখতেম এই আমি প্রিয় মানুষটির যেতে হবে বাড়ি কেমন করে মানি ? তারপরও তোমায় যেতে হতো বাড়ি মুখটি মলিন করে প্রিয়তমা মিস করি তোমায় একা এক ঘরে পরে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.