যশোরের ভবদহ এলাকার বিল কপালিয়া সংলগ্ন গ্রামগুলোর কয়েক হাজার বাসিন্দা জোয়ারাধার প্রকল্প (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম) বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল দুপুরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। পরে গ্রামগুলোর ৬ হাজার মানুষের গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির ব্যানারে এ ঘেরাও কর্মসূচি চলাকালে সেখানে সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলাম সরদার, যুগ্ম-আহ্বায়ক পরিতোষ দেবনাথ, জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি আবদুল কাদের সরদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।