আসন্ন টি-২০ বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সিলেট পরিদর্শন করেছেন আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দলের সদস্যরা। গতকাল দুপুর পৌনে ১২টায় বিমানযোগে সিলেট পেঁৗছান তিন সদস্যের আইসিসির নিরাপত্তা দলের প্রতিনিধি ও বিসিবির কর্মকর্তারা। পরে সিলেট মহানগর পুলিশ সদর দফতরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন তারা। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করলে দলটি সন্তোষ প্রকাশ করে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন। মতবিনিময় শেষে বিসিবি পরিচালক মাহবুব আনাম সাংবাদিকদের জানান, রুটিনমাফিক কাজ হিসেবেই আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দলের এ সফর। তিনি সুষ্ঠুভাবে বিশ্বকাপের ম্যাচ আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিনিধি দল খেলোয়াড় ও কর্মকর্তাদের থাকার জন্য নির্দিষ্ট কয়েকটি হোটেল পরিদর্শন করেন। পরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।