বিরোধী জোটের ডাকা অবরোধে সপ্তাহের পাঁচ দিনে তিন দিনই সূচক লেনদেনে ব্যাপক পতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ২০০ কোটি টাকার বেশি। সূচকও আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্টের বেশি কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৬১ পয়েন্ট। আগের সপ্তাহের ডিএসইর গড় লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ালেও চলতি সপ্তাহের তা ৩০০ কোটি টাকায় নেমেছে। শেষ দিনে গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩৬৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। অবরোধের কারণে এ সময় মতিঝিলে বিভিন্ন ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতিও ছিল খুব কম। এ সময় লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দর কমেছে। ফলে ডিএসই ব্রোড সূচক ৩৭ কমে ৪ হাজার ২৩০ পয়েন্টে নেমেছে।
লেনদেনকৃত ২৮১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের শীর্ষে ছিল ডেল্টা লাইফ, আর এন স্পিনিং, প্যারামাউন্ট টেঙ্টাইল, জেনারেশন নেঙ্ট, ওরিয়ন ফার্মা, যমুনা অয়েল, বেঙ্গল উইন্ডস, বিডি বিল্ডিং, সেন্ট্রাল ফার্মা ও জিপিএইচ ইস্পাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।