আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে ৪৫ লাখ টাকা মূল্যের হিরোইন তৈরীর কাঁচামাল ওপিয়ামসহ র‌্যাবের হাতে ৭জন আটক

নোয়াখালীতে ৪৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৪ কেজি হিরোইন তৈরীর কাঁচামাল ওপিয়ামসহ ৭জনকে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার সন্ধ্যা ৭টায় নোয়াখালী সদর উপজেলার দত্তবাড়ীর মোড় থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৭ চট্টগ্রাম শাখার কোম্পানি কমান্ডার লে: কর্ণেল নুরুজ্জামান জানান, ফ্রান্স থেকে জাহাজের মাধ্যমে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল হাতিয়া হয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে সাড়ে ৪ কেজি ওজনের হিরোইন তৈরী কাঁচামাল ওপিয়াম নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ বিষয়টি জানতে পেরে ১২ সদস্যের একটি দল নিয়ে গত ১০দিন যাবৎ নোয়াখালীর উপকূলীয় অঞ্চল হাতিয়া ও সুবর্ণচরসহ এলাকায় গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। শুক্রবার সকালে একটি জাহাজ থেকে দুটি পলেথিন মোড়ানো প্যাকেটের মধ্যে করে সাড়ে ৪ কেজি ওজনের ওপিয়াম হাতিয়ায় আনা হয়।

এরপর সংঘবদ্ধ চক্রটি তা প্রথমে সুবর্ণচর তারপর জেলা শহর মাইজদীর দত্ত বাড়ীর মোড়ে নিয়ে আসে। এসময় আটককতৃ ৭জনের চক্রটি ঢাকায় অন্য একটি চক্রের কাছে ওপিয়াম গুলো বি-ক্যাশ এর মাধ্যমে টাকা লেনদেনের জন্য জড়ো হলে র‌্যাব-৭ এর সদস্যরা ওপিয়ামসহ আটক করা হয়। আটককৃতরা হচ্ছে সুবর্ণচর উপজেলার মৃত সোলায়মান মিয়া পুত্র ৪নং ওয়াপদা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হাবিবুল্লাহ বাহার, চরজব্বর থানার মো: কাদির এর পুত্র মো: আবুল হোসেন , চর আমানুল্লাহ গ্রামের হাজী সেকান্দার আলীর পুত্র মো: সিরাজুল মাওলা , চরজব্বরের মো: জাকির আলম সওদাগরের পুত্র মো: আবু হানিফ , চর তোরাব আলী গ্রামের আবদুল হকের পুত্র আবদুর রউফ , চরজব্বরের দ্বীন মোহাম্মদের পুত্র জয়নাল আবেদীন , সুবর্ণচর উপজেলার মৃত আবদুর রশিদ এর পুত্র মো: ভুলু মিয়া। লে: কর্ণেল নুরুজ্জামান আরো জানান, ওপিয়ামগুলো প্রক্রিয়াজাত করে হিরোইন এ রূপান্তর করলে এর মূল্য হবে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এছাড়া চক্রটি থেকে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে যা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৮ সালের আফিম আইনে মামলা করা হবে বলে জানান তিনি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.