আমাদের কথা খুঁজে নিন

   

জ্বী জনাব ! শাহবাগী আন্দোলনকারীরা সব এক একটা অকর্মার ঢেকি আর আপনে একটা মেশিন ম্যান

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায় কেমন আছেন ? প্রশ্নটি করলে উত্তরগুলো বয়স ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে । ২০ বছর বয়সী তরুন বলবে "এইতো কেটে ছিড়ে যাচ্ছে আর কি রক্ত বের হচ্ছে না । জীবন ঘনিষ্ঠ এমন গম্ভীর প্রশ্নের উত্তর যারা হেয়ালী করে দিতে পারে ধরে নিতে হবে তারা ভাল আছে । পয়ত্রিশের ভদ্রলোককে প্রশ্ন করলে উত্তর পাবেন " এইত আছি কোন রকম,কেটে যাচ্ছে আর কি । এই কেটে যাওয়া মানে ধুকে ধুকে যাওয়া হেসে খেলে যাওয়া নয়।

স্ত্রী সন্তান আর পরিবারের বোঝা ঘাড়ে নিয়ে বেচারা চ্যংদোলা করে জীবনটাকে সামনে নিয়ে যাচ্ছেন । ষাটোর্ধ বৃদ্ধকে যদি প্রশ্ন করেন কেমন আছেন ? উত্তর পাবেন বেচে আছি । এই বেচে থাকা মানে ভাল থাকা নয় । ফুসফুস এখনও খুক খুক করে কিছু শ্বাস টেনে নিয়ে ছেড়ে দেয় বলে চোখ দুটো কেবল খোলা আছে । কিন্তু ভাল থাকা আর বেচে থাকার পার্থক্য কি ? মানুষের দু ধরনে ক্ষুধা অনুভুত হয় ।

একটা শারিরীক ক্ষুধা অন্যটি মানসিক । শারিরীক ক্ষুধা আপনি আপনার নিজস্ব অবস্থান মোতাবেক মেটাতে পারেন । সেখেত্রে পোলাউ বিরানী খেতে পারেন কিংবা পান্তা ভাত আর কাচা মরিচেও কাজ হতে পারে । যদি কেবল শারীরিক ক্ষুধা মেটালেই ভাবেন দায়িত্ব শেষ তবে ভুল করলেন । মানে আপনি বেচে আছেন কিন্তু ভাল নেই ।

ভাল থাকতে হলে মনের ক্ষুধাটারও নিবৃত করতে হবে। এবার ডিম ভেঙ্গে কুসুমে আসি । শাহবাগে লাখ মানুষের ঢল । তারা সবাই এতদিন বেচে ছিল কিন্তু আজ তারা ভাল থাকতে এসেছে। ছয় মাসের শিশুকে তোয়ালে জড়িয়ে যে বাবা আজ প্রজন্ম চত্তরে তুই রাজাকার বলে স্লোগান দিয়েছে তাকে যদি কাল কেউ প্রশ্ন করে কেমন আছেন আমি নিশ্চিত তিনি বলবে ভাল আছি খুব ভাল আছি ।

যে রিকসাওয়া বিনা পয়সার শাহবাগ মুখী জনতাকে পেীছে দিয়েছে তিনি আজ অভুক্ত থাকলেও হাসি মুখে বলবে কালকের চেয়ে ভাল আছি । আমার খুব প্রিয় এবং কাছের একজন মানুষ প্রশ্ন করল "শাহবাগে উপস্তিত কারোই কোন পিছুটান নেই সংসারের টান নেই ,আগামীকাল কাজ করে জীবিকা নির্বাহ করার টান নেই,সব অকর্মার ঢেকি!হ্যাগো তুমি ঠিক বলেছ কিন্তু কথা হল কর্মের মেশিনম্যানগুলো যখন যান্ত্রিক গোলযোগের দোহাই দিয়ে ধান ভানতে অপরাগ হয় তখন এই অকর্মার ঢেকিগুলোই না হয় ধান ভেঙ্গে চাল করে দিক । বাংলা মাকে তো আর না খাইয়ে রাখা যায় না ! আর একজন প্রিয় মানুষ বললেন এই আন্দোলনের ভবিস্যত কি ?বললাম ভবিস্যতের কথা এখন চিন্তা করে ব্লাড প্রেসার হাই করে লাভ কি ?তারচেয়ে বরং প্রতিদিন বাচি,প্রতিদিন ভাল থাকি । আজকের জন্য বিক্ষুব্ধ হই কালকে না হয় বিদ্রোহী হব । যে কোন কিছু সৃস্টি কিংবা পরিবর্তনে আঘাত দিতে হয়,ধাক্কা দিতে হয় ।

ধাক্কাটা দেয়া গেল, এবার পরিবর্তন আপনাতেই আসবে । একটি স্ফুলিঙ্গ থেকেই অ্গ্নি কুন্ডের সৃস্টি হয় । তরুনের গায়ে বারুদ বুকে জ্বলে ওঠার প্রত্যয়। আগুন জ্বলেছে। হয়ত পুড়ে যাবার ভয় থাকে কিন্তু তাতে বাঙ্গালী কেবল সৃষ্টিকর্তাকেই ভয় করে ভবিস্যতকে নয় ।

৪৪০ টা খুনের জন্য কাদের মোল্লার ১৫ বছরের জেল ! প্রতি খুনে ১৩ দিন !কাদের মোল্লাকে হত্যা করে আমি ১৩ দিন হাসি মুখে জেল খাটতে চাই । এবার পথে নামতেই হবে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.