আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের ফাসির দাবীর সাথে যোগ হোক আরো কিছু.....

প্রায় তিন দশক ধরে বাংলাদেশ নামের একটা ছোট দেশকে দেখছি। এরশাদের পতন, বিএনপিরর এক দশক আর আওয়ামী লীগের এক দশক। এর মাছে ছিন্ন বিচ্ছিন্ন সামরিক শাসন। অল্প বয়সের খাুব একটা কম দেখিনি। এতা কিছুর ভীদে দেশে দালালদেরও দেখেছি।

বিভিন্ন সাংস্কৃিতক, সামাজিক বা অর্থনৈতিক সংগঠনের ব্যানারে। তারা এখনও আছে, সম্ভবত ভবিষত্যেও থাকবে। কিন্তু প্রকৃত দেশ প্রেম খুব কমই দেখলাম। কোন একটা দাবীতে নিমেশেই আমরা দু ভাগে ভাগ ৯হয়ে যায়। একমাত্র ক্রিকেটকে নিয়ে সবাইকে এক হতে দেখলাম।

সমাজের উন্নয়ন, দেশের ভালো নিয়ে ভাবার মানুষ চোপখে পড়েছে খুব কম। অনেকেই ভালো কিছু করতে চাই, তেল বা চালের দাম বাড়লে প্রতিবাদ করতে চাই, সরকার বা বিরোধ দলের নেতাদের বিরুদ্ধে কথা বলতে চাই... কিন্তু, সছিক প্লটফর্ম বা স্থান পায় না...... সেই সব মানুষ দেরকে বলছি, শুহবাঘে কে বা কারা আন্দোলন শুরু করলো সেটা বিষয় নয়, এখন আমাদের কিছু করা প্রয়োজন সেটাই আসল। আমাদের মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানিদের সহায়তা করেছে তারা অবশ্যয় ঘৃণার কাজ করেছে, কিন্তু, এটািই কি এখন আমাদের মূল সমস্য? সীমান্ত হত্যা, সরকারি হরিলুট, দাতা সংস্থার দালালি এগুলোকি কোন সমস্যা নয়? এসব বিষয় নিয়ে আমরা কি শাহবাগে দাবী তুলতে পারি না? একটা সময়, সবাই ভাবতো, যারা বই বের করার ক্ষমতা রাখেনা, সেই মানের লেখা নিলতে পারে না, ঘরকুনো সে সব লেখক রাই ব্লগে মাত করে বেড়াই, কিন্তু আমরা দেখছি ব্লগ থেকে আন্দোলনও হচ্ছে। আসুন যে যেই উদেশ্যে এই আন্দোলন শুরু করুক না কেন আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাবো, আমারাদের সেই ভায়ের জন্য যিনি রিকশা চালান, ক্ষেতে কাজ করেন। যোগ হবে সীমান্ত হত্যার মত দাবীও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.