আমাদের কথা খুঁজে নিন

   

সবার মাঝে থেকেও হারিয়ে যাই, খুঁজে পাই নিজেকে পুরনো স্মৃতির আস্তাকুড়ে

বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org
চারিদিকে হৈ হুল্লোর, কলরব আনন্দ; আমি আছি এরই মাঝে, কিন্তু কেন জানিনা নিজেকে খুঁজে পাচ্ছিনা, সবার মাঝে; গল্পে আর আনন্দে, মেতে আছে সবাই, সবার মাঝে থেকেও, বার বার কোথায় যেন আমি হারিয়ে যাই। প্রতিটি দিন আমার এমনই কাঁটে, রাত এলে একাকিত্ব যেন আরো বেশী দখল করে নেয় আমায়, যেদিকে তাকাই আমি কি যেন খুঁজে ফিরি, সেই চেনা মুক, জানি হয়তো পাবনা কোনদিন তোমায়। এই জীবনের এক প্রান্তে ছিলে তুমি, তাই অন্য প্রান্তে কি আছে, জানতে চাইনি কখনো, আজ অপরপ্রান্তে দাঁড়িয়ে দিন গুনছি জানা ছিলনা, এতটা কষ্ট অপেক্ষা করছিলো আমার জন্য। রাত কাঁটে নীরবে, কষ্টগুলো সঙ্গ দেয় আমাকে একা হয়তোবা নিজের অজান্তেই চোখে বন্যা বয়ে যায়; আমিতো আজও চাই তুমি সুখে থাকো, বিধাতার কাছে শুধু এইটুকুইতো আমি চাই। মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, খুঁজে পেতে চেয়েও যেন পারিনা, হয়তোবা চাইনা বাস্তবে যেতে ফিরে; বাস্তবটা কেন যেন আজ ঘোলাটে মনে হয়, সবার মাঝে থেকেও যেন হারিয়ে যাই খুঁজে পাই নিজেকে পুরনো স্মৃতির আস্তাকুড়ে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.