"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
ঈশ্বরকে সন্দেহ করি
ঈশ্বরকে বিশ্বাস করি বলেই,
প্রকারান্তে আমি তাঁকে সন্দেহ করি।
আমার সকল ভাললাগায় যখন মন্দেরা এসে ভীড় করে,
তখন আমি তাঁকে সন্দেহ করি। ঈশ্বর কী আমার ভাল চান?
আমি হাসতে হাসতে যে নারীকে ভালবাসতে পারি-
অবিশ্বাসে সেই নারী অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়;
ভালবাসার সব কথাই নাকি আজকাল সুলভ মূল্যে বিক্রি হয়,
ঠিক তখনি আমি ঈশ্বরকে সন্দহ করি।
আমার মনে ধূপের মতো প্রেম জ্বালিয়ে যখন তিনি
সৌরভ বিলাসী হন, তখনি আমি তাঁকে সন্দেহ করি।
মানব সৃষ্টির মূলে তাঁর রহস্য আমার জানা নেই,
নারী-পুরুষ সৃষ্টির কারণেই আমি তাঁকে সন্দেহ করি।
আমি ভালবাসায় বিশ্বাসী ঈশ্বর তা ভালই জানেন,
আমার হাতের লাল গোলাপটা যখন
কাঁটা হয়ে কোন এক নারীর মনকে ক্ষত বিক্ষত করে-
তখনই আমি তাঁকে সন্দেহ করি। ভালবাসার পান-পাত্র
আমার হাতে ধরিয়ে দিয়ে ঈশ্বর যখন বলেন, “পান করো”-
আমি তখন তৃষ্ণায় কাতর হতে থাকি,
ঈশ্বর ক্ষুব্ধ হয়ে বলেন, “মূর্খ আগে নিজেকে ভালবাসতে শেখো”।
আমার নিজের ভালবাসার প্রতি একবিন্দু সন্দেহ নেই-
পরম বিশ্বাসে আমি তা বিলিয়ে দিতে পারি- কোন নারীকে।
আর একারণেই ঈশ্বর প্রতিনিয়ত আমার উপর ক্ষুব্ধ হন,
এমন স্বার্থপরতার কারণেই আমি তাঁকে সন্দেহ করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।