আমার আমিকে চিনতে চাই । এখনো পেরে উঠছি না ।
প্রতিদিন ভাগ্যের সাথে লড়তে লড়তে আমি ক্লান্ত ৷ সবকিছু যেন আমার স্রোতের বিপরীতে এসে দাঁড়িয়েছে ৷ স্বয়ং সৃষ্টিকর্তাও সব ছেড়ে আমার থেকে সব কেড়ে নিতে শুরু করেছেন ৷ আমি ছোটবেলায় হুজুরের কাছে শুনেছি উনার কাছে খুব করে চাইলে আর চেষ্টা করলে উনি দেন ৷ মিথ্যে কথা ৷ খুবই বাজে মিথ্যে ৷ চাওয়া না চাওয়া কোন ব্যাপার না ৷ চেষ্টার পুরো ফেনোমেনাটাই মিথ্যে ৷ উনি চাইলে দিবে না চাইলে দিবেনা ৷ পুরাই উনার ইচ্ছা ৷ স্বেচ্ছাচারিতা ৷ এরকম ছেলেমানুষী স্বয়ং খোদার কাছ থেকে পেলে হাসব না কাদব বুঝি না ৷ আমাকে এই পৃথিবীতে পাঠানোর কী দরকার ছিল !?? ঐ যে উনার ইচ্ছে ৷ এখন উনি ইচ্ছে হলে দিবেন আর না হলে দিবেন না কিন্তু আমাকে পরীক্ষা দিয়ে যাইতেই হবে ৷ জীবন বলে সুন্দর ৷ ঘণ্টা সুন্দর ৷ আমাকে মেরে ফেলেনা কেন কেউ ৷ আত্মহত্যা করার সাহসটকুও তো নেই ৷ এই পৃথিবীতে কোন কাজে না আসা টাইপ ভাবে বেঁচে থাকাটা কী যে কষ্টের !!?? এটা কী উপরওয়ালা বুঝে ...:'(
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।