বুকের ভেতর বহুদূরের পথ.........
প্রথমে একটা গল্প। ১৯৯৭/৯৮ সাল হবে। পরিবারের সবাই মিলে ঢাকা থেকে রাতের ট্রেনে (তূর্ণা নিশীথা) চট্টগ্রাম আসছি। আমি একটু আরামের জন্য একটা খালি সিট দেখে বসে পড়লাম। কুমিল্লা স্টেশন থেকে হুড়মুড় করে ৫/৬ জন রুক্ষ চেহারার যুবক উঠে আমি যেখানে বসে ছিলাম তার চারপাশেই বসে পড়লো।
একজন বেশ রগচটা দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিলো, মনে হয় চাচ্ছিল আমি যেন ওখান থেকে চলে যাই। যা হোক, আমি তাদের দৃষ্টি উপেক্ষা করে বসে রইলাম। তাদের উত্তেজিত কথাবার্তা পুরোই কানে আসছিলো। বুঝলাম এইমাত্র কোথাও পুলিশের তাড়া খেয়েছে, স্টেশনে এসে সৌভাগ্যক্রমে এই গাড়ি পেয়েই আর দেরী করেনি। কথাবার্তা এতটুকু আগানোর পর আর সাহস হলোনা ওখানে বসে থাকার।
পরদিন প্রথম আলোয় পড়লাম খবর "কুমিল্লায় ৬ আন্ত:জেলা ডাকাত গ্রেফতার- পুলিশের সন্দেহ হাজারী বাহিনীর সদস্য"। তো সেদিনের সেই আন্ত:জেলা ডাকাতদের একটা কথা খুব কানে বাজে, "আমি আগেই কইছিলাম- ওস্তাদ সিগনাল লন। আমার কথাতো হুইনলেন না। "
এবার যথারীতি আসল কথা। ব্লগ পড়ার সময় আমরাও বিভিন্ন ভাবে সিগনাল নিয়ে থাকি।
নিজের কথাই বলি, গতকাল দেশের বাড়ি গিয়েছিলাম। আজ ব্লগ খুলে দেখি অজস্র লেখা। সব লেখা কি পড়েছি? নিশ্চয়ই না। অল্প কিছু লেখাই পড়েছি এবং অবশ্যই সিগনাল নিয়ে।
সবাই জানেন, সংকলিত পাতায় কোন লেখারই পুরোটা থাকেনা কিন্তু যেটুকু থাকে তার মধ্যেই পাঠকরা বুঝার চেষ্টা করেন লেখাটা কেমন হতে পারে।
কথা না বাড়িয়ে আসুন প্র্যকটিকালি দেখি ব্লগীয় সিগনালের নানা রূপ।
কেস স্টাডি ১
শিরোনাম: doesn't matter
লেখক: জনপ্রিয় লেখক
সময়: কিছুক্ষণ আগে
বিষয়বস্তু: doesn't matter
মন্তব্য: doesn't matter
রেটিং: doesn't matter
সিগনাল: একটি ভাল লেখার সূচনা
করণীয়: যত তাড়াতাড়ি সম্ভব মন্তব্য করুন (লেখা পরে পড়লেও চলবে)। এই পোস্ট টা হয়ত ব্লগের আরেকটি ক্লাসিক পোস্ট হতে চলেছে। এই পোস্টের প্রথম মন্তব্য যদি আপনার হয় তাহলে খারাপ কি? ধীরে সুস্থ্যে পড়ে আরেকটি মন্তব্য করুন। ও হ্যাঁ, ভাল লাগলে প্লাস দিতে আবার ভুলবেন না।
কেস স্টাডি ২
শিরোনাম: doesn't matter
লেখক: পরিচিত, স্বল্প পরিচিত বা অপরিচিত
সময়: ঘন্টা কয়েক আগে
বিষয়বস্তু: বাজার চলতি
মন্তব্য: ৫৮
রেটিং: +১০/-৮
সিগনাল: লাগছে ক্যাঁচাল
করণীয়: মন্তব্যের সংখ্যা দেখে আপনি হয়ত ভাবছেন অনেক পাঠক লেখাটা পড়েছে কিন্তু আসল ঘটনা সেটা নাও হতে পারে। পাঠক সংখ্যার একটা ক্লু আপনি পাবেন রেটিং দেখে। যেমন এই পোস্ট কম সে কম (১০+৮) ১৮ জনে অবশ্যই পড়েছে। তাহলে এত মন্তব্য? ঐযে আগেই বলেছি ক্যাচাল, তর্কতর্কি চলছে কয়েকজনের মাঝে। আমার ধারণা বেশীর ভাগ ক্ষেত্রে পাঠক এই ধরণের লেখা পড়ে।
এমনকি পোস্টটা যদি নাও পড়ে, ক্যাচাল পড়ার লোভ সামলাইতে পারে এরকম আল্লাহর বান্দা খুব কমই আছে (অন্তত: আমি পারি না)
কেস স্টাডি ৩
শিরোনাম: doesn't matter
লেখক: স্বল্প পরিচিত বা পরিচিত ছাগু
সময়: ঘন্টা কয়েক আগে
বিষয়বস্তু: স্বাধীনতা, আওয়ামী সরকার, যুদ্ধাপরাধ অথবা নতুন কোন আবজাভ
মন্তব্য: ২৫
রেটিং: +১/-১৫
সিগনাল: Do not disturb, ছাগু প্যাঁদানো চলছে
করণীয়: হাতে কাজ না থাকলে আপনিও নাইমা পরেন। নিদেনপক্ষে একটা মাইনাস....
কেস স্টাডি ৪
শিরোনাম: হরররররররর
লেখক: হড়ড় সম্রাট
সময়: ঘন্টা কয়েক আগে
বিষয়বস্তু: doesn't matter
মন্তব্য: ৭ (সেইসকল সৌভাগ্যবান যাদের এখনো ব্যান করা হয়নি)
রেটিং: +১/-১৫
সিগনাল: মন্তব্য কর্তারিনা তো কি হইছে মাইনাস তো দিতে পারি।
করণীয়: আপনি যদি ইতিমধ্যে ব্যান না খেয়ে থাকেন তাহলে একটা ত্যারছা কমেন্ট করেন, দেখেন ব্যান খাইতে ক্যামন লাগে।
কেস স্টাডি ৫
শিরোনাম: doesn't matter
লেখক: স্বল্প পরিচিত বা নতুন ব্লগার
সময়: ঘন্টা কয়েক আগে
বিষয়বস্তু: doesn't matter
মন্তব্য: ০
রেটিং: +০/-৫
সিগনাল: লেখা এতই খারাপ যে যারা মাইনাস দিছে তারা বলারও প্রয়োজন মনে করে নাই যে কেন মাইনাস দিলো।
করণীয়: .....ইশারাই কাফি।
কেস স্টাডি ৬
শিরোনাম: doesn't matter
লেখক: স্বল্প পরিচিত নারী ব্লগার
সময়: ঘন্টা কয়েক আগে
বিষয়বস্তু: কবতে অথবা আবজাভ
মন্তব্য: ১৬
রেটিং: +২/০
সিগনাল: লুলবাজেরা সমানে লুল ছাইড়া গেছে, কিন্তু আসলে ভাল লাগছে খুব কম জনের।
করণীয়: মন্তব্যগুলা পড়েন, এন্টারটেইনমেন্ট গ্যারান্টেড।
কেস স্টাডি ৭
শিরোনাম: doesn't matter
লেখক: নতুন বা স্বল্প পরিচিত ব্লগার
সময়: ঘন্টা কয়েক আগে
বিষয়বস্তু: doesn't matter
মন্তব্য: ২
রেটিং: +১/০
সিগনাল: এই লেখাটা ভাল বা খারাপ দুইটাই হতে পারে। তবে লেখক দুটো ভুল করে ফেলেছে। প্রথম ভুল- শিরোনাম বা বিষয়বস্তুর মধ্যে আকর্ষণীয় কিছু নাই, দ্বিতীয় ভুল- প্রথম ৩/৪ লাইনের মধ্যে অনেক বেশী ক্লু দিয়া ফেলেছে।
যে কারণে পাঠক "বাকীটুকু" পড়তে আগ্রহ দেখায় নাই।
এরকম আরো সিগনাল আছে, ফরমেট ঠিক রেখে আরো কেস স্টাডি আপনারা যোগ করতে পারেন নিজ নিজ অভিজ্ঞতার আলোকে।
এবার একটি কুইজ, যারা পারবেন তাদের আগামী ৩টি লেখায় চোখবুজে প্লাস দেবো।
নীচের উক্তিখানার (ব্লগীয় বাণী চিরন্তন) ভাব সম্প্রসারণ করুন:
"তুমি কইরা কইলাম কিছু মনে কইর না। তুমি আমার হাটুর বয়সী না হইলেও হোগার বয়সী ত হইবাই।
"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।