বেশ কিছুদিন আগে দেশ থেকে ঘুরে আসলাম। ।
বড়পুলের মোড় থেকে বাসে যাচ্ছিলাম আগ্রাবাদ। বাস চলা শুরু করলে এক স্কুল ছাত্র দাড়িয়ে বক্তৃতা শুরু করলো:
যাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি কোন ঔষধ বিক্রেতা কিংবা ভিক্ষুক নই।
আমি একজন স্কুল ছাত্র। নবম শ্রেণীতে পড়ি। এই আমার আইডি কার্ড। ( সে তার আইডি কার্ড বের করে সবাইকে দেখাতে লাগলো। )আমার বাবা প্যারালাইজড।
মা বাসায় কাজ করে। আমাদের ভালো করে খাওয়া জুটেনা পড়ালেখা করাতো অসম্ভব। তবুও স্কুলে সবসময় প্রথম হতাম বলে বৃত্তি দেয়া হতো আমাকে।
আপনাদের ও ভাই বোন আছে। আমাকে আপনাদেরই ভাই মনে করে একটু সাহায্য করুন যাতে আমি আমার লেখাপড়া চালিয়ে নিতে পারি।
আপনার দান আমার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। ধন্যবাদ।
আছেন ভাই কেউ..............
অনেকেই দিলো সথে আমিও। হঠাৎ করে ইচ্ছে হলো ছেলেটা যেখানে নামে সেখানেই নামবো। তার সাথে কথা বলবো।
জানবো ইতিবৃত্ত।
কিছুক্ষণ পর তার সাথে সাথে আমিও নামলাম। অবাক হলাম মিনিটখানেক পরেই। নেমেই ছেলেটি দেকান থেকে সিগারেট কিনে ধরালো।
প্রথমে ভাবলাম কতটুকু প্রতারিত হলাম আমরা।
পরক্ষনে আবার ভাবলাম কি চমৎকার প্রতারণার কোশল, কতজনের এই বুদ্ধি আছে।
আনমনেই হাসলাম কিছুক্ষণ...................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।